ছবিঃ সংগৃহীত
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে বজ্রপাতে ২ গরুর প্রান হানী ঘটেছে। জানা যায়,আজ ১৯ মে রবিবার বেলা ১১টায় পুর্ব গুজরা উচ্চ বিদ্যালয় এর পাশের জমিতে ছরাতে দেয়া ২টি গরু বজ্রপাতে প্রাণ হানী ঘটেছে। গরুর মালিক পুর্ব গুজরার অধিবাসী শামসু বলেন,অনেক আশা করে গরু লালন করতেছি। গরু ২টির মুল্য ৩ লাখ লাখ টাকার উপরে।
গরু যে চরাাতে খুটির সাথে বেধে এসছিলাম। বজ্রপাতের কারনে আর আনতে পারলাম না। রাউজান ভেটেরিনারী সার্র্জন ডা: জায়িতা বসু বলেন, বজ্রপাতে ২ গরুর প্রানহানির ঘটনা শুনেছি। তবে গরু লালন-পালনকারীদের সতর্ক থাকা দরকার যে,কোন অবস্থাতে খোলা জমিতে বা চারন ভুমিতে গরু রাখা যাবেনা।
ফরিদপুর প্রতিনিধিঃ চার দফা দাবিতে দেশব্যাপী ম্য...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেল...
বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃব...
রংপুর ব্যুরোঃ বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটি সদস্য ...
মন্তব্য ( ০)