• প্রশাসন
  • লিড নিউজ

কুড়িগ্রাম জেলা পুলিশের ৬ দিন মেয়াদী 'দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ' কোর্সের উদ্বোধন

  • প্রশাসন
  • লিড নিউজ
  • ০৭ অক্টোবর, ২০২৩ ১৭:২৮:২০

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের ৬ দিন মেয়াদী 'দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ' কোর্সের উদ্বোধন করা হয়েছে। ৭ থেকে আগামী ১২ অক্টোবর পর্যন্ত ৬ দিন মেয়াদী ১৪ তম ব্যাচের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ. কে. এম ওহিদুন্নবী, পুলিশ লাইন্সের আরআই মোঃ জহুরুল ইসলাম, আইন বিষয়ক কোর্স অর্ডিনেটর ইন্সপেক্টর ইব্রাহিম খলিলসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে পুলিশ সুপার তার বক্তব্যে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্য বলেন, আপনারা প্রত্যেকেই প্রশিক্ষণ শেষে নতুন অভিজ্ঞতা নিয়ে যাবেন। যা আগামীতে জনগণের সেবা এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর অভ্যন্তরীন শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য ( ০)





  • company_logo