• সমগ্র বাংলা

চাটমোহর উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষনা

  • সমগ্র বাংলা
  • ০৯ আগস্ট, ২০২৩ ১৩:০৯:১৩

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষনা করা হয়েছে।  বুধবার (৯ আগস্ট) সকালে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে এ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন ঘোষণা করেন। এর আগে উপজেলা পরিষদের মিলনায়তনে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও জমি হস্তান্তর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল হামিদ মাষ্টার, সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) মো. হাবিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোছা. তানজিনা খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, উপজেলা প প কর্মকর্তা ওমর ফারুক বুলবুল, গৃহহীন সুবিধাভোগী ছাইকোলা ইউনিয়নের রোজিনা খাতুন, মূলগ্রামের গৃহহীন সুবিধাভোগী আব্দুল মোমেন প্রমূখ।

প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে ঘর ও জমি প্রদান কার্যক্রমের উদ্বোধন করার পর চাটমোহরে ৪র্থ পর্যায়ের ৭৮ টি পরিবারের মাঝে জমি ও ঘর প্রদান করেন।

মন্তব্য ( ০)





  • company_logo