• খেলাধুলা

আফগানিস্তানে হাজারেরও বেশি লেগ স্পিনার আছে: রশিদ খান

  • খেলাধুলা
  • ০৬ মে, ২০২৩ ১৬:০০:৪৪

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ বিশ্বের সেরা লিগ স্পিনারদের মধ্যে আফগান বোলার রশিদ খান যে অন্যতম তা অস্বীকার করার কিছু নেই। রশিদই নয় শুধু, দেশটি এখন স্পিনারে পরিপূর্ণ। কিন্তু বিষয়টি জানতেন না হার্শা ভোগলে। গতকাল আইপিএলের ম্যাচ শেষে ভারতীয় সাবেক এই ক্রিকেটারকে সেটিই জানান দিলেন গুজরাটের হয়ে খেলা রশিদ।  

আইপিএলের ৪৮তম ম্যাচে রাজস্থান রয়্যালসকে অল্প রানে আটকে দিয়েছে গুজরাট। ম্যাচটিতে ৫ উইকেট তুলে নিয়ে দলকে জেতানোয় বড় অবদান রাখেন আফগান দুই স্পিনার রশিদ খান ও নুর আহমেদ। ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন রশিদ। আর নুর পান জোড়া ‍উইকেট। ম্যাচ শেষে প্রেসের সামনে হার্শা ভোগলের নান প্রশ্নের উত্তর দেন রশিদ। সেখানেই উঠে আসে স্পিনার প্রসঙ্গ।  

ম্যাচ শেষে হার্শা ভোগলে প্রশ্ন করেন, ‘কতজন (তোমাদের মতো) স্পিনার আছে আফগানিস্তানে?’। জবাবে রশিদ জবাব দেন, ‘হাজারেরও বেশি’। হার্শা সেটি মেনে না নিয়ে বলেন, ‘না’। তখনই রশিদ জবাব দেন, ‘সেখানে আমি অনেক একাডেমিতে গিয়েছি আর অনেক লেগ স্পিনার, চায়নাম্যান, অফ স্পিনার দেখেছি’। ভোগলে বলেন, ‘তুমি আমাকে একদিন বলেছিলে, সেখানে ২৫০ জন স্পিনার রয়েছে। ’

জবাবে রশিদ বলেন, ‘হ্যাঁ, তখন ২৫০ ছিল। সেটি ছিল আইপিএলে আমার প্রথম আসর। সেই আসরে আমাকে দেখে মানুষের ক্রিকেটের প্রতি আগ্রহ জন্মে। আমি প্রায় ৫-৬ বছর ধরে আইপিএল খেলে আসছি। এখন সেই স্পিনারের সংখ্যা অনেক। ’ 

আফগান এই স্পিনার আরও বলেন, ‘আমি অনেক তরুণ বোলারদের টেক্সট এবং ভিডিও ফুটেজ পাচ্ছি। তারা অনেক ভালো, কিন্তু এখানে সুযোগ পাওয়ার ব্যাপারটা জড়িত। এখন মুজিব, জহির খান, কাইস আহমেদ ভালো করলেও আইপিএলে এখনও সুযোগ পায়নি। তবে ভবিষ্যতে তারা সুযোগ পেলে ভালো কিছু করবে। ’

মন্তব্য ( ০)





  • company_logo