
ছবিঃ সিএনআই
কাফি খান, ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পৌরসভার নন্দীবাড়ী বিস্তৃত মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মুক্তাগাছা পৌরসভার পৌরসভার ৯নং ওয়ার্ডের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ময়মনসিংহের বিভিন্ন উপজেলার পাশাপাশি রাজশাহী, নওগাঁ, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগিরা ঘোড়া নিয়ে দৌড়ে অংশ নেন। প্রতিযোগিতায় তিন পর্বে কদম দৌড়, তিন পর্বে দাপট দৌড় ও শেষ পর্বে বিজয়ী ৩ টি ঘোড়া নিয়ে চ্যাম্পিয়ন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় আকর্ষণ হিসেবে নওয়াগাঁর আলোচিত তিন শিশুর প্রতিযোগি তাসলিমা, সোনিয়া ও হালিমা ঘোড়া নিয়ে বিশেষ দাপট দৌড়ে অংশ নেন। পৌর সভার ১ম প্যানেল মেয়র মো. মনিরুজ্জামান দুদুর সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন মুক্তাগাছা পৌরসভার মেয়র আলহাজ্ব বিল্লাল হোসেন সরকার। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলি, সমাজ সেবিকা মোছাঃ মরিয়ম বেগম, পৌরসভার ২য় প্যানেল মেয়র বলুর রশীদ, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা সেলিম সরকার, ওমর ফারুক, রাশিদুল ইসলাম রাশেদ প্রমুখ বক্তব্য রাখেন।
পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
হারিয়ে যাওয়া ঐতিহ্য ঘোড়া দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শক উপস্থিত হয়ে প্রতিযোগিতা উপভোগ করেন।
এহসান রানা, ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে কোমরে পিস্তল গ...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: আইফোনকে পেছনে ফেলতে উঠেপড়ে লেগেছে নো...
সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় দুর্নীতি দমন কমিশন জেলা কার্য...
চাকরি ডেস্ক: এনজিও সংস্থা নারীপক্ষ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্...
মন্তব্য ( ০)