• উদ্যোক্তা খবর
  • লিড নিউজ

নাহার‘স কিচেন কর্মশালায় নারীদের ভাগ্য পরিবর্তনের আশ্রয়স্থলে পরিনত হচ্ছে 

  • উদ্যোক্তা খবর
  • লিড নিউজ
  • ০২ জুলাই, ২০২২ ১৫:৩৭:৩৪

ছবিঃ সিএনআই

সালাহ উদ্দিন আহমেদ, দিনাজপুর: দিনাজপুরে  নারীদের আর্থিক ভাগ্য পরিবর্তনের মাধ্যমে পরিনত হয়েছেন নাহার‘স কিচেন  স্বত্বাধিকারী বর্ণী আহমদ । নারীদের কর্মসংস্হা সৃষ্টি ,আর্থিক স্বাবলম্বীকরণসহ পরিবারের জন্য স্বাস্হ্য সম্মত খাবার তৈরিতে দক্ষ হয়ে উঠতে তার প্রতিষ্ঠানর অংশ গ্রহন বাড়ছে বিভিন বয়সী নারীদের।

দিনাজপুরের জেলা শহরের বাহাদুর বাজার নাহার‘স  এ কিচেনে আজ শনিবার থেকে শুরু হয়েছে দু’দিনব্যাপী কেক তৈরি বিষয়ক (৫ম তম) কর্মশালা। এতে প্রশিক্ষনার্থীদের শুধু নিজেদের জন্য দক্ষতা  নয়। ওই প্রশিক্ষন গ্রহনের মাধ্যমে অর্জিত  জ্ঞান ব্যবসায়ীক ভাবে কাজে লাগাতে অর্থ  লগ্নিসহ অর্থ উপার্জনের কৌশল অর্জন করছে । এতে স্বাবলম্বী হতে কৌশল শিক্ষতে পারছেন তারা।  সেই সাথে আত্মনির্ভশীল উদ্দ্যক্তা শুধু নিজের নয়, দেশের অর্থনৈতিক উন্নয়নে আবদান রাখতে পারবে বলে আশা করছেন কর্মশালার আয়োজক নাহার‘স কিচেন এর  স্বত্বাধিকারী  প্রশিক্ষক বর্নী আহম্মদ।

এসময় উপস্হিত ছিলন অনলাইন দিনাজপুর  বিজনেস গ্রুপের” এ্যাডমিন ফিহনা মাহিয়াত, নুসরাত হাসান , ইসমত আরা  ইতি ,শাম্মী আক্তার লিজা,কানন আহম্মদ  এবং মোডারটের সাদিয়া আফরোজসহ অন্যান্যরা। 

মন্তব্য ( ০)





  • company_logo