• শিশু সংবাদ
  • লিড নিউজ

রামগড়ে বাধেঁর পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • শিশু সংবাদ
  • লিড নিউজ
  • ০৭ এপ্রিল, ২০২২ ১১:৩৩:৫৩

ছবিঃ সিএনআই

রামগড় প্রতিনিধিঃ খাগড়াছড়ির রামগড়ে উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নে খালের উপর নির্মিত বাধেঁর পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের নাকাপার থলিপাড়া এলাকার কুমারী খালের উপর নির্মিত বাধেঁর উপর দিয়ে যাওয়ার সময় শিশুটি অসাবধানতাবশত খালের পানিত পড়ে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে ইফতারের পরে স্বজনরা শিশুটির মৃতদেহ উদ্ধার করে।

নিহতের নাম নুসরাত জাহান শিখা (৫) সে ঐ এলাকার নুর নবীর মেয়ে। সে নিউ তৈইচাকমা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনির শিক্ষার্থী ছিলো।  

নিহতের পিতা নুর নবী জানান, তার মামার জন্যে ইফতারী নিয়ে যাওয়ার পথে তার মেয়ে পানিতে ডুবে যায়। ইফতারীর সময় হয়ে গেলেও মেয়ে বাড়ি ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে খালের পানিতে ইফতারীর প্যাকেট ভাসমান দেখে পানিতে খুঁজলে ডুবন্ত অবস্থায় মেয়েকে পাওয়া যায়।

রামগড় থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান সত্যতা নিশ্চিত করে জানান, এমন একটি অপমৃত্যুর সংবাদ তিনি পেয়েছেন।

মন্তব্য ( ০)





  • company_logo