• শিশু সংবাদ

রাজারহাটে টিকটকের ভিডিও ধারণকালে এক শিশুর মৃত্যু

  • শিশু সংবাদ
  • ১৩ এপ্রিল, ২০২৪ ২৩:৫১:৫৫

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে খরস্রোতা তিস্তা নদীতে ভাই-বন্ধুসহ কয়েকজন গোসলের টিকটক ভিডিও বানাতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়েছে সোহাগ মিয়া(৯) নামের এক শিশু। সোহাগ উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউপির খিতাব গ্রামের তিস্তা নদীর সন্নিকটে বসবাসকারী জাহাঙ্গীর আলমের সন্তান।শনিবার দুপুরে সোহাগ তার ভাই ও ফুফাতো বোনকে নিয়ে টিকটক বানানোর উদ্দেশ্যে নদীতে গোসল করতে নামে। টিকটকের ভিডিও ধারণ শেষে সবাই ফিরে আসলেও ফিরেনা সোহাগ।

এখবর ছড়িয়ে পড়লে কয়েক হাজার উৎসুক জনতা জড়ো হয়।সোহাগকে খুঁজে না পাওয়ায় পরিবারে নেমে আসে শোকের মাতম। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে বুড়িরহাট ক্রসবাধ এলাকাস্থ তিস্তা নদীর প্রবাহ শাখায় দূর্ঘটনাটি ঘটে।খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স একটি টিম ঘটনাস্থলে পৌঁছেন।রাজারহাট ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের নেতৃত্বে রংপুরে থেকে আসা ডুবুরি নদীতে তন্নতন্ন করে খোঁজে অবশেষে তিস্তা নদীতে থেকে সোহাগে মরদেহ উদ্ধার করে।এখবর পেয়ে রাজারহাট থানা অফিসার ইনচার্জ মো: মোস্তাফিজুর রহমান পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন। 

মন্তব্য ( ০)





  • company_logo