• স্বাস্থ্য

করোনার দ্বিতীয় ডোজের অপেক্ষায় চার কোটি মানুষ

  • স্বাস্থ্য
  • ০২ মার্চ, ২০২২ ১২:১৮:০৫

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশে এখন পর্যন্ত প্রথম ডোজ করোনা ভ্যাকসিন নিয়েছেন ১২ কোটি ৪৬ লাখ ৯১ হাজার ৯১২ মানুষ। এর মধ্যে দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন ৮ কোটি ৪৭ লাখ ৯৫ হাজার ৬৫৬ জন। এ হিসাবে টিকার প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমাণ রয়েছেন ৩ কোটি ৯৮ লাখ ৯৬ হাজার ২৫৬ জন।

এছাড়াও দেশে এখন পর্যন্ত দুই ডোজ টিকা দেওয়ার পর তৃতীয় ডোজ (বুস্টার) টিকা নিয়েছেন আরও ৩৮ লাখ ৭৩ হাজার ২৭৬ জন।

বুধবার (২ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত টিকা বিষয়ক প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। এতে স্বাক্ষর করেছেন অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গতকাল (১ মার্চ) করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৩ লাখ ৬১ হাজার ১১৪ জন। আর দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন ৫ লাখ ৪১ হাজার ৩৩৬ জন। এছাড়াও এ সময়ে বুস্টার ডোজের টিকা নিয়েছেন ৭০ হাজার ১২৯ জন। সবমিলিয়ে গত এক দিনে ৯ লাখ ৭২ হাজার ৫৭৯ ডোজ টিকা দেওয়া হয়েছে।

এর আগে দেশের সব নাগরিককে টিকার আওতায় আনতে তিন দিনব্যাপী প্রথম ডোজের গণটিকা কার্যক্রম পরিচালনা করে সরকার। সবমিলিয়ে এই টিকা কার্যক্রমে (তিনদিনে) প্রথম ডোজের টিকা পেয়েছেন মোট ১ কোটি ৪৬ লাখ ৮৭ হাজার ৫৪৪ জন।

দেশে গত বছর ২৭ জানুয়ারি সরকারি উদ্যোগে বিনামূল্যে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। পরবর্তী সময়ে ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকার, ফাইজার, সিনোফার্ম, মডার্না, সিনোভ্যাক ও জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হচ্ছে।

মন্তব্য ( ০)





  • company_logo