• স্বাস্থ্য
  • লিড নিউজ

দিনাজপুরে লক্ষাধিক জনকে গণটিকা দেওয়া শুরু

  • স্বাস্থ্য
  • লিড নিউজ
  • ২৬ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৫৭:৫৪

ফাইল ছবি

দিনাজপুর প্রতিনিধি: সারা দেশের সাথে দিনাজপুরের সকাল থেকে শুরু হয়েছে করোনা প্রতিরোধি গণ টিকা কার্যক্রম। দিনাজপুরে লক্ষাধিক জনকে গন টিকা দেওয়া সম্ভব হবে বলে আশা করছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ সার্জন ডাঃ এ এইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী জানান, গণ টিকার আওতায় জেলায় l লক্ষ্যমাত্রা ধরা হয়েছ ১লাখ ৬ হাজার ২শজনকে।

লক্ষ্যমাত্রা দেড় লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করছেন তারা। টিকা কার্যক্রম সফল করতে অতিরিক্ত ( ভাসমান) ৩০ কেন্দ্রসহ জেলায় ৩৫৪টি কেন্দ্র খুলছেন তারা। তবে লক্ষ্যমাত্রার চেয়ে জেলায় ১লাখ ৪ হাজার অতিরিক্ত ডোজ ভেকসিন মজুদ রয়েছে। ফলে কারো বঞ্চিত হবার আশংকা নেই।

এদিকে আজ শনিবার সকালে দিনাজপুরের পৌর শহরের জুবিলী হাই স্কুল মাঠে টিকা নিতে উপচে পড়া ভীড় পড়েছে। সারিবদ্ধভাবে টিকা নিচ্ছেন আগ্রহিরা। তবে ভীড়ের কারে স্বাস্থ্য বিধি মতে সামাজিক দুরত্ব মানতে পারছেন না তারা।

মন্তব্য ( ০)





  • company_logo