• উদ্যোক্তা খবর
  • লিড নিউজ

চন্দনাইশে আলোর দিশারী'র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়

  • উদ্যোক্তা খবর
  • লিড নিউজ
  • ১০ অক্টোবর, ২০২১ ১৯:২১:৩২

ছবিঃ সিএনআই

মোঃ মোজাহেরুল কাদের, চট্টগ্রাম জেলা প্রতিনিধি (দক্ষিণ): চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার সামাজিক কল্যাণমুখী সংগঠন 'আলোর দিশারী'র ১ম বর্ষপূর্তি উপলক্ষে ৯ অক্টোবর (শনিবার) সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দোহাজারী ব্লাড ব্যাংকের সহযোগীতায় প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ও এলাকার জনসাধারণকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রবিউল হোসেন রানার সঞ্চালনায় প্রধান সমন্বয়ক নাঈম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জনাব কাইসার উদ্দীন চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সোহেল উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শহীদুল ইসলাম, সাতবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দীন হায়দার, ইপসা কর্মকর্তা দিদারুল ইসলাম হিরু, হাছনদন্ডী আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক নাজিম উদ্দীন। আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক খুরশেদুল আলম, অর্থ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক জিয়াউর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক নাসির হোসাইন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ রকিব, সহ-অর্থ সম্পাদক জাহেদ, কার্যকরী সদস্য সাকিব, মামুন, আইনান, তানভীর, ইলিয়াস, রাশেদ, পারভেজ, সাদ্দাম, খুরশেদ, দোহাজারী ব্লাড ব্যাংকের এডমিন এস এম ওয়াহিদ রনি, মাঈনুদ্দীন হাসান, মেহেরুল হাসান, কার্যকরী সদস্য আরেফিন রানা, কামরুল ইসলাম, সারজান, সহ-কার্যকরী সদস্য বিনয়মিত্র ভিক্ষু, শাহেদ হোসেন, ফয়সাল, সাইফুল ইসলাম আসিফ ও এলাকার মান্যবর ব্যক্তিগণ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রাষ্ট্রের সমাজ কাঠামোর আমূল পরিবর্তনে সামাজিক সংগঠনের বিকল্প নেই। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোর তরুণসমাজ অবক্ষয়ের পথে ধাবিত। এ অবস্থায় সামাজিক সংগঠন বিভিন্ন কাজ করে যাচ্ছে যেমন, বাল্যবিয়ে রোধ, কম্পিউটার শিক্ষার ব্যবস্থা, ফ্রি চিকিৎসা ক্যাম্প, ফ্রি কোচিং ব্যবস্থা, বৃক্ষরোপণ করা ইত্যাদি। এসব স্বপ্রণোদিত সামাজিক কার্যক্রম প্রশংসনীয়।

মন্তব্য ( ০)





  • company_logo