• উদ্যোক্তা খবর

তেঁতুলিয়ায় খামারীদের নিয়ে কর্মশালা ও মিল্ক ক্রিম সেপারেটর মেশিন বিতরণ

  • উদ্যোক্তা খবর
  • ২১ সেপ্টেম্বর, ২০২১ ১৭:০৫:০২

ছবিঃ সিএনআই

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্ট-পুষ্টকরণ প্রকল্পের আওতায় নির্বাচিত সুবিধাভোগী খামারীদের নিয়ে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ ও ডেইরি ফার্মকে মিল্ক ক্রিম সেপারেটর বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিধি হিসেবে উপস্থিত থেকে তিনদিন ব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.কাজী মাহবুবুর রহমান।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এ কর্মশালায় ১ম ব্যাচে ২৫ জন সুবিধাভোগী খামারী অংশ নেন। এ সময় হারাদিঘী ডেইরি ফার্মকে এলডিডিপি প্রকল্প হতে সরবরাহকৃত মিল্ক ক্রিম সেপারেটর মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে হারাদিঘী ডেইরি ফার্মের ম্যানেজার মো.আব্দুল্লাহ, উপ-সহকারী আব্দুল্লাহ্ধসঢ়; আল মাসুদ, শাহরিয়ার শামীম, সোলায়মান আলীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo