• স্বাস্থ্য

ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় করোনা টিকার ক্যাম্প উদ্বোধন

  • স্বাস্থ্য
  • ০৯ আগস্ট, ২০২১ ১৬:০০:৩৩

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় করোনা টিকা প্রদানের লক্ষ্যে সোমবার দিনব্যাপী গার্লস স্কুল এন্ড কলেজে টিকা প্রদানের বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়। টিকা কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. আবু রেজা হাসিবুল হাসান, প্রেসক্লাব সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার প্রমুখ। দিনব্যাপী এ ক্যাম্পে ৪’শত মানুষকে টিকা প্রদান করা হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি।

পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার বলেন, পৌর এলাকায় ক্যাম্পের মাধ্যমে টিকা প্রদানের নির্দেশনা না থাকলেও পৌর শহরে করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় বিশেষ ব্যবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে এ টিকা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন পৌর এলাকা ঘনবসতি হওয়ায় এবং জনসমাগম বেশি হওয়ায় করোনা রোগীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে তাই আরো ক্যাম্পের মাধ্যমে টিকা প্রদানের ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছে।

মন্তব্য ( ০)





  • company_logo