• উদ্যোক্তা খবর

তজুমদ্দিনে গ্রামবাসীদের নিজ উদ্যোগে রাস্তা সংস্কার 

  • উদ্যোক্তা খবর
  • ০৪ আগস্ট, ২০২১ ১৩:৫১:৩৭

ছবিঃ সিএনআই

তজুমদ্দিন, ভোলা প্রতিনিধিঃ   তজুমদ্দিন শশীগঞ্জ গ্রামবাসীর নিজস্ব উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ করা হচ্ছে। দীর্ঘদিন থেকে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে থাকলেও সরকারিভাবে তা সংস্কারের পদক্ষেপ না নেওয়ায় গ্রামবাসীরা নিজ উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছেন। 

জানা যায়, উপজেলার চাঁদপুর  ইউনিয়নের নানা দিক থেকে ঐতিহ্যবাহী একটি গ্রাম শশীগঞ্জ। এ গ্রামে রয়েছে একটি মহিলা কলেজ, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়,  বেশ কয়েকটি শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। গ্রামের ভিতর দিয়ে গোডাউন রোড় পাকা রাস্তা বয়ে গেলেও, উপজেলা সদরে সাথে এক মাত্র গ্রামের রাস্তার,  সংযোগ রাস্ত না থাকায় গ্রামের লোকজনের চরম দুর্ভোগ পোহাতে হতো। 

গ্রামবাসীর দুর্ভোগ লাঘবে  ২০১৮ সালের দিকে সংশ্লিষ্ট এলজিডি  পক্ষ থেকে গ্রামের ভেতর দিয়ে একটি রাস্তা নির্মাণ করেন। রাস্তাটি বিগত ৩ বছর থেকে কোন সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সেই সাথে বিভিন্ন জায়গায় গর্ত হয় এবং পিজি উঠে গিয়ে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়। এছাড়াও কয়েক বছর থেকে রাস্তা সংস্কারের অভাবে ওই গ্রামের শত শত কৃষক তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতেও দ্বিগুণ খরচ গুনতেন।

শশী গঞ্জ  গ্রামের সমাজ সেবক আবুল হাসেম মহাজন বলেন, 'দীর্ঘদিন থেকে আমাদের এ রাস্তা নিয়ে সমস্যায় জর্জরিত ছিলাম। গ্রামের ভেতর থেকে কৃষিপণ্য মহাসড়কে আনতে পারতাম না। অসুস্থ্য রোগীদের দ্রত হাসপাতালে নেওয়ার পরিবেশ ছিল না। গ্রামবাসীদের এ দুর্ভোগ লাঘবে আমাদের গ্রাম প্রধান গ্রামার  গ্রামবাসির উদ্যোগ গ্রহণ করেন। এ রাস্তা সংস্কারের ফলে এলাকার আরও পাঁচ গ্রামের লোকজনের যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগ লাঘব হবে।'

ইউপি এমকেএম শহিদুল্লাহ কিরন বলেন, 'রাস্তাটি সংস্কারের পরিকল্পনা আমাদের ছিল। তারপরও গ্রামবাসী নিজ উদ্যোগে যে কাজ করেছে তাতে আমি সাধুবাদ জানাই।

মন্তব্য ( ০)





  • company_logo