• উদ্যোক্তা খবর

কুতুবজোমে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলো কেয়ার বাংলাদেশ

  • উদ্যোক্তা খবর
  • ১২ জুন, ২০২১ ১১:৩০:১২

ছবিঃ সিএনআই

ফুয়াদ মোহাম্মদ সবুজ, চট্টগ্রামঃ মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যেগে মহেশখালী উপকূলীয় এলাকায় ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে আন্তর্জাতিক নন প্রফিট অরগানাইজেশন কেয়ার বাংলাদেশ। গত বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কুতুবজোম এলাকায় সরকারের নির্দেশিত শতভাগ স্বাস্থ্যবিধি মেনে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন তারা। 

বিতরণকৃত স্বাস্থ্য উপকরণের মাঝে ছিলো, বালতি (ঢাকনাসহ) পানির ট্যাপ, লাইফবয় সাবান, হুইল গুড়া সাবান, স্যানিটেরি ন্যাপকিন, মাস্ক, ও  প্লাস্টিকের মগ। এসময় উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান, উপজেলা নিবাহী কর্মকর্তা রবিউল  আলম, সভাপতি (এসএমসি) নাজমুল হুদা, ও কেয়ার কর্মকর্তাসহ আরো অনেকে।

কেয়ার বাংলাদেশ মহেশখালী জোনের সিনিয়র অফিসার নাজমুল হুদা মহেশখালীর সব খবরকে জানান, আগামী রবি ও সোমবারে মহেশখালীর মাতারবাড়ী এবং ধলঘাটা এলাকার আরো ৬০০ পরিবারের এসব স্বাস্থ্য উপকরণ বিতরণ করবো আমরা।

মন্তব্য ( ০)





  • company_logo