• উদ্যোক্তা খবর

টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করলো বাতিঘর আদর্শ পাঠাগার

  • উদ্যোক্তা খবর
  • ১৩ মার্চ, ২০২১ ১৭:২২:০৯

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করল স্বেচ্ছাসেবী তরুণদের প্রয়াসে গড়ে তোলা প্রতিষ্ঠান বাতিঘর আদর্শ পাঠাগার। টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউ‌নিয়‌নের চৌরাকররা গ্রামে ১৩ মার্চ শনিবার বাতিঘর আদর্শ পাঠাগার আ‌য়ো‌জিত কুইজ প্রতিযোগিতা-২০২১ এর পুরস্কার বিতরণ করা হয়। বর্ণাঢ্য আয়োজনের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমু‌ক্তি‌যোদ্ধা মোঃ আজাহারুল ইসলাম।

আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের বৃহৎ মানবাধিকার সংগঠন "হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল কাগমারি-সন্তোষ পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ওসি) মোঃ মোশারফ হোসেন, জার্মান ইউ‌নিভা‌র্সিটি বাংলা‌দেশ এর এনভায়র‌মেন্ট প্রো‌টেকশন টেক‌নোল‌জি বিভাগের প্রভাষক বিদ‌্যুৎ চন্দ্র সরকার, নরদহি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল ফারুক, রাঘবকররা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদা খানম, বা‌তিঘর আদর্শ পাঠাগা‌রের উ‌পদেষ্টা হাজী কোরবান আলী মাস্টার, মো: শাহজাহান মিয়া ও মোঃ সাইফুল ইসলাম, আয়কর প‌রিদর্শক খন্দকার মিজানুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন হা‌জী মোঃ খোদাবক্স এবং স্বাগত বক্তব‌্য রা‌খেন পাঠাগা‌রের প্রতিষ্ঠাতা বাংলা‌দেশ পু‌লি‌শের উপ-প‌রিদর্শক মোঃ কামরুজ্জামান সোহাগ। সকাল ১০ ঘাটিকায় প‌বিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। 

এরপর অতিথিদের দিকনির্দেশনামূলক বক্তব্যের পরে কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থী‌দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শতাধিক শিক্ষার্থী  কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠা‌নে কুইজ বিজয়ীদের পক্ষ থে‌কে নবম শ্রেণিতে প্রথমস্থান অধিকারী মেহেদী হাসান মাহিম তার অনুভূতি ব্যক্ত করেন  উক্ত অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করেন মডেল ডি গ্রু‌পের অ‌্যাডমিন, এইচআর ও কমপ্লা‌য়েন্স বিভা‌গের প্রধান জনাব অরুপ সাহা।

মন্তব্য ( ১)





image
  • company_logo