• সমগ্র বাংলা

বরুড়ায় ইসলামী ঐক্য জোটের মিছিল ও লিফলেট বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে ইসলামী ঐক্য জোট মনোনীত মিনার প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী শাইখুল হাদীস মাওলানা আব্দুল কাদির-এর নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে আলোচনা সভা, মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) বিকাল ৪টায় ইসলামী ঐক্যজোট বরুড়া উপজেলা  কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুফতি মাওলানা কামরুজ্জামান এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন হাফেজ আতাউল্ল্যাহ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ নিজামী। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন তরুণ বক্তা মাওলানা হারুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আনোয়ার ও মুফতি সায়েম হোসাইন। এ ছাড়া আরও কয়েকজন আলেম ও নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য পদপ্রার্থী শাইখুল হাদীস মাওলানা আব্দুল কাদির  নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড যেন বজায় রাখে এবং কালো টাকার ছড়াছড়ি যেন বন্ধ হয়,আমার নির্বাচনী প্রচারণায় দেখতে পেয়েছি ভোট এখনই বিক্রি হয়ে গিয়েছে, নতুন বাংলাদেশ বিনির্মাণে নির্বাচন বিধিমালা লঙ্গনকারীকে আইনের আওতায় আনতে হবে। তিনি আরো বলেন, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ইসলামী ঐক্যজোট কাজ করে যাচ্ছে। বরুড়ার জনগণ যদি আমাদের মিনার প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করা হয়। এরপর বরুড়া বাজারের জিরো পয়েন্ট থেকে থানা রোড পর্যন্ত একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে মিনার প্রতীকে ভোট প্রত্যাশা করেন এবং লিফলেট বিতরণ করেন।

এ সময় ইসলামী ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরের নগরকান্দায় তরুণদের মুখোমুখি বিএনপি প্রার্থী শা...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় তরুণদের মুখোমুখি হ...

image

পাবনায় রাস্তার পাশ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় রাস্তার পাশ থেকে পাবর্তী ...

image

দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী কার্যালয়ে জামায়াতে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ৬ ( বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়া...

image

সাতকানিয়ায় শঙ্খ নদে জামায়াতের নেতা-কর্মীদের নৌকাডুবি, ...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম...

image

মানিকগঞ্জে লিগ্যাল এইড অধ্যাদেশ ২০২৫ এর মাঠ পর্যায়ে প্রয়ো...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : দ্বন্দ্বে কোনো আনন্দ নেই, আপোষ ক...

  • company_logo