ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বিশ্বের বিভিন্ন শহরে দূষণের মাত্রা বেড়েই চলছে। প্রতিবছর শীতের সময় রাজধানী ঢাকায়ও বায়ুদূষণ বাড়ে। আবহাওয়া শুষ্ক থাকায় এই মেগাসিটিতে বেশিরভাগ সময় দূষণের মাত্রা বেশিই থাকছে। আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমে থাকা চারটির দূষণের মাত্রা ভয়াবহ।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২০৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা। গত শুক্রবার শহরটির স্কোর ছিল ১৮৬। এ হিসাবে গতকালের তুলনায় দূষণের মাত্রা কিছুটা বেড়েছে। বায়ুমানের আজকের স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
তালিকার শীর্ষে থাকা মিশরের কায়োরর স্কোর ২৮৯। এই শহরের স্কোরও ‘খুব অস্বাস্থ্যকর’। আর পাকিস্তানের লাহোরের অবস্থান দ্বিতীয়। এই শহরের স্কোর ২৩৫। লাহোরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’।
এদিকে, তৃতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ২২২। ‘খুব অস্বাস্থ্যকর’ এই শহরের বাতাস। দেশটির আরেকটি শহর কলকাতা ১৭৭ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে।
এছাড়া ১৯০ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে মঙ্গোলিয়ার উলানবাটার, ১৮৬ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে ভিয়েতনামের হেনোয়, ১৬১ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে চীনের বেইজিং, ১৫৬ স্কোর নিয়ে নবম অবস্থানে ইরাকের বাগদাদ, একই স্কোর নিয়ে দশম অবস্থানে ইসরাইলের তেল আবিব।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
নিউজ ডেস্কঃ উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এব...
নিউজ ডেস্কঃ নির্বাচনের বাকি অল্প কিছু দিন, তার আগে সামাজিকমা...
নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ ব...
নিউজ ডেস্ক : সারা দেশে সেনাবাহিনীর যৌথ অভিযানে ৫০৪ জনকে গ্রে...
নিউজ ডেস্ক : প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য সৌদি-বাংলাদেশ র...

মন্তব্য (০)