ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ধানের শীষ যতবার দেশ পরিচালনা করেছে ততবার উন্নয়ন করেছে। আগামী ১২ তারিখে নির্বাচন, সারাদেশের মানুষ জানে বগুড়ার মাটি বিএনপির ঘাটি। আপনারা প্রমাণ করে দেখাবেন বগুড়ার মাটি শুধু বিএনপির ঘাঁটি নয়, বগুড়ার মাটি বিএনপির শক্ত ঘাঁটি। আমি আপনাদেরই সন্তান বহু বছর পরে মোকামতলায় এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।’
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সোয়া ৩টায় বগুড়া থেকে রংপুরের উদ্দেশ্যে যাত্রাকালে মোকামতলা বাসস্ট্যান্ড চত্বরে এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিকে বিএনপির চেয়ারম্যানের আগমনের সংবাদে জুম্মার নামাজের আগে থেকেই স্থানীয় হাজার হাজার নেতাকর্মী আর উৎসুক জনতার আগমনে লোকে লোকারণ্য হয়ে যায়। বন্দর এলাকাসহ মহাসড়কের দু'ধারে নারী-পুরুষ অপেক্ষা করতে যায়। তারেক রহমানও তার গাড়ি বহর থেকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান।
বগুড়া-২ আসনে ধানের শীষের প্রার্থী ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমকে সাথে নিয়ে এর আগে তিনি মহাস্থানগড়ে আরেকটি পথসভায় দাঁড়িয়ে হযরত শাহ্ সুলতান বলখী মাহীসওয়ার (রহঃ) এর মাজার জিয়ারত করেন। এছাড়াও তারেক রহমান শিবগঞ্জ এলাকার মহাস্থানগড় থেকে বগুড়ার সীমান্তপথ রহবল পর্যন্ত যাবার পথে মীর শাহে আলমের সমর্থক ও জনসাধারণ তাকে শুভেচ্ছা জানান।
নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির (এনস...
নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ...
নিউজ ডেস্কঃ শেরপুরের ঝিনাইগাতীতে সংঘর্ষে নিহত জামায়াত নেতা ম...
নিউজ ডেস্কঃ নরসিংদী-২ ও চট্টগ্রাম-৮ আসনের ব্যালট পেপারে দাঁড়...
নিউজ ডেস্কঃ নির্বাচনি জনসভায় যোগ দিতে রাজশাহী পৌঁছেছেন তারেক...

মন্তব্য (০)