• লিড নিউজ
  • অর্থনীতি

পাঁচ ব্যাংকের আমানতকারীদের সুখবর দিলেন গভর্নর

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, গত ২০২৪ ও ২০২৫ সালের একীভূত পাঁচ ব্যাংক লোকসানের সম্মুখীন হয়েছে। এ প্রেক্ষাপটে আমানতকারীদের দুরবস্থার কথা বিবেচনায় নিয়ে সরকার ওই দুই বছরে ইহসান বা অনুদান হিসেবে চার শতাংশ হারে মুনাফা দিচ্ছে। চলতি মাস থেকে আমানতের ওপর ৯ দশমিক ৫০ শতাংশ মুনাফা দেওয়া হবে। একইসঙ্গে মাসভিত্তিক মুনাফার পুরো টাকাই তুলতে পারবেন আমানতকারী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে বেশকিছু স্বার্থান্বেষী মহল উসকানি ও অপপ্রচার দিচ্ছে, এমন অভিযোগ পেয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এদিকে এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূতকরণ করে গত ১ ডিসেম্বর সম্মিলিত ইসলামি ব্যাংকের নামে চূড়ান্ত লাইসেন্স দেয় বাংলাদেশ ব্যাংক।

সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধন নির্ধারিত তারিখে না হওয়ার পেছনে তাদের অপতৎপরতা দায়ী বলে মন্তব্য করে আহসান এইচ মনসুর বলেন, এক মাসের বেশি সময়ের জন্য ছুটি চাওয়ার বিষয়টি অপপ্রচার। তিনি বলেন, আমি কোনো ছুটির দরখাস্ত দেইনি, ছুটি মঞ্জুরও হয়নি, ছুটির কোনো ইচ্ছাও নেই।

আমানতকারীদের যে মুনাফা দেওয়া হচ্ছে তা সরকারের পক্ষ থেকে ‘ইহসান’ মন্তব্য আহসান এইচ মনসুর বলেন, গত ২০২৪ ও ২০২৫ সালের পাঁচটি ইসলামী ব্যাংক লোকসানের সম্মুখীন হয়েছে। এই প্রেক্ষাপটে ব্যাংকগুলোর আমানতকারীদেরকে শরিয়াহ নীতি মোতাবেক কোনো মুনাফা দেওয়ার সুযোগ নেই। কিন্তু আমানতকারীদের দুরবস্থার কথা বিবেচনায় নিয়ে সরকার গত দুই বছরে ইহসান বা অনুদান হিসেবে চার শতাংশ হারে মুনাফা পাবে। যেসব আমানতকারীদের অর্থ দেওয়া সম্ভব হচ্ছে না তাদের চলতি মাস থেকে আমানতের ওপর সর্বোচ্চ ৯ দশমিক ৫০ শতাংশ মুনাফা দেওয়া হবে।

গভর্নর বলেন, সম্মিলিত ইসলামি ব্যাংক আগামীতে সব আমানতকারীদের বাজার দরে মুনাফা দেবে। এক বছর বা তার চেয়ে বেশি মেয়াদের বিপরীতে থাকা সঞ্চয় হিসাবের বিপরীতে এই মুনাফা পাবে। চলতি জানুয়ারি থেকে মুনাফা দেওয়া হবে। জানুয়ারির মুনাফা আগামী ফেব্রুয়ারিতে দেওয়া হবে। মাসিক স্কিমের আওতায় থাকা হিসেবে প্রতি মাসেই আমানতের বিপরীতে মুনাফা দেওয়া হবে। মাসভিত্তিক যে মুনাফা হবে তার পুরো টাকাই তুলতে পারবেন গ্রাহকরা।

চার শতাংশ মুনাফা অনেকেই মেনে নেয়নি, সেই ইঙ্গিত করে গভর্নর বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে পরিকল্পিত অপপ্রচার চলছে। বেশকিছু স্বার্থান্বেষী মহল টাকা দিয়ে মানুষকে উসকানি দিচ্ছে। এসব অপচেষ্টা টিকবে না। 

অবসায়নের হচ্ছে ৯ ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, এসব প্রতিষ্ঠানের আমানতকারীদের মূল আমানত দেওয়া হবে, কিন্তু কোনো মুনাফা দেওয়া হবে না। ঢাকার ভেতরে ও চট্টগ্রাম বেশকিছু শাখায় বিশৃঙ্খলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়ে আসার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে গভর্নর বলেন, এ বিষয়টি নজরে রয়েছে। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া হবে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের দাবির বিষয়ে স্পষ্টীকরণ করে বাংলাদেশ ব্যাংক। সংবাদ সম্মেলনে দেওয়া এক প্রেস বিজ্ঞতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক জানায়, সব আমানতকারীর মূল আমানত সুরক্ষিত রয়েছে। তবে ব্যাংক রেজল্যুশন অর্ডিন্যান্স, ২০২৫-এর আওতায় প্রণীত রেজল্যুশন স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। যাতে নতুন ব্যাংকের কার্যক্রম টেকসই থাকে এবং আমানতকারীরা দীর্ঘমেয়াদে অধিকতর ক্ষতির সম্মুখীন না হন। সব ধরনের চলতি ও সঞ্চয়ী হিসাবে প্রতি আমানতকারীকে দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ আছে। মেয়াদি আমানত (এফডিআর/ডিপিএস) মেয়াদপূর্তির পর সংশ্লিষ্ট হিসেব থেকে দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ দিয়ে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়, যা বর্তমানে চলমান রয়েছে। অবশিষ্ট আমানতের অর্থ ধাপে ধাপে দুই বছরের মধ্যে পরিশোধ করা হবে। প্রতি ৬ মাস অন্তর অন্তর এক লাখ টাকা করে যেকোনো গ্রাহক তার আমানতের বিপরীতে ৪০ শতাংশ পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবে। যার মাধ্যমে আমানতকারীরা তাদের তারল্য সমস্যার সমাধান করতে পারবে। এ ব্যবস্থা আমানত সুরক্ষা নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং ব্যাংকের তারল্য ব্যবস্থাপনার বাস্তবতার আলোকে গৃহীত। 

রেজল্যুশন স্কিম অনুযায়ী স্কিম কার্যকরের তারিখ হতে পুরনো ও নতুন আমানতকারীদের মধ্যে মুনাফা হারের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা হচ্ছে না। সব ধরনের আমানত সমভাবে সুরক্ষিত আমানতের ওপর বাজার ভিত্তিকভাবে মুনাফা দেওয়া হবে। ব্যাংকের প্রয়োজনীয় প্রযুক্তিগত ও অপারেশনাল সিস্টেম পর্যায়ক্রমে প্রস্তুত করা হচ্ছে। সিস্টেম প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে অনলাইন ট্রান্সফার, এনপিএসবি, ইইফটি, আরটিজিএস, এটিএমসহ অন্যান্য স্বাভাবিক ব্যাংক সেবা ধাপে ধাপে চালু করা হবে। 

প্রেস বিজ্ঞতির আরও জানায়, গত ২০২৪ ও ২০২৫ অর্থবছরে সংশ্লিষ্ট পাঁচটি ইসলামী ব্যাংক ধারাবাহিকভাবে লোকসানের সম্মুখীন হয়। এই প্রেক্ষাপটে, বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ কাউন্সিলের উপদেশের আলোকে এবং উক্ত সময়কালে ব্যাংকগুলোর প্রকৃত আর্থিক সক্ষমতা অনুযায়ী আমানতকারীদেরকে শরিয়াহ নীতি মোতাবেক কোনো মুনাফা প্রদানের সুযোগ নেই। তথাপি আমানতকারীদের দুরবস্থার কথা বিবেচনায় নিয়ে এবং সরকারের সামগ্রিক সক্ষমতা বিবেচনায় নিয়ে ২০২৪ ও ২০২৫ এই দুই অর্থবছরে রক্ষিত ব্যক্তিখাতে মেয়াদী/স্কিম প্রকৃতির আমানতের ওপর শরিয়াহ মোতাবেক ইহসান বা অনুদান হিসেবে চার শতাংশ হারে মুনাফা দেবে। এ সমন্বয়ের ফলে কোনো আমানতকারীর আমানতের আসল টাকার উপর কোনো প্রভাব পড়বে না। সম্মিলিত ইসলামী ব্যাংক চলতি ২০২৬ সালের ১ জানুযারী থেকে প্রতিযোগিতামূলক হারে সব বিদ্যমান ও নতুন আমানতকারীগণকে মুনাফা পাবে। 

এছাড়া এখন হতে মেয়াদি আমানতের গ্রাহকরা তাদের প্রাপ্য মুনাফার অর্থ নিয়মিত ভিত্তিতে ব্যাংক হতে উত্তোলন করতে পারবে। জানুযারী মাসের মুনাফা গ্রাহক ইচ্ছে করলে ১ ফেব্রুয়ারি হতে উত্তোলন করতে পারবেন। অধিকন্তু, আমানতকারীকে তার বিভিন্ন ধরণের আমানত হিসাবের মধ্যে আন্তঃহিসাব লেনদেনের সুযোগ দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক ও সরকার সম্মিলিতভাবে আমানতকারীদের অর্থ সুরক্ষা, ব্যাংকের কার্যক্রম অব্যাহত রাখা এবং সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে কাজ করছে। গৃহীত রেজল্যুশন স্কীম একটি বাস্তবসম্মত, ইনসাফভিত্তিক ও টেকসই সমাধান, যা দীর্ঘমেয়াদে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে সহায়ক হবে।

মন্তব্য (০)





image

বিশ্ববাজারে ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ-রুপা

নিউজ ডেস্ক : ভূরাজনৈতিক অস্থিরতা ও ডলারের ধারাবাহিক পতনে বিশ...

image

ক্ষুদ্রঋণ গ্রহীতাই হবেন ব্যাংকের মালিক: নতুন অধ্যাদেশ জারি

নিউজ ডেস্কঃ দেশের ক্ষুদ্রঋণ গ্রহীতাদের মালিকানা নিশ্চিত করতে...

image

সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম ঘোলাটে করতে একটি মহল চ...

নিউজ ডেস্কঃ সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম ঘোলাটে করার চ...

image

‎অর্থনীতি ঘুরে দাঁড়ালেও সামনে বড় চ্যালেঞ্জ রয়ে গেছে: পরিক...

নিউজ ডেস্কঃ পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ ব...

image

‎ব্যাংক ধস সামালে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরি...

নিউজ ডেস্কঃ ধসে পড়া ব্যাংকগুলোর মূলধন ঘাটতি পূরণে হাজার হাজা...

  • company_logo