• সমগ্র বাংলা

পাবনা-৩ আসনে আজ থেকে প্রার্থীগণ ও কর্মী-সমর্থকেরা ছুটবেন ভোটারদের দোর গোড়ায়

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ ইতোমধ্যেই বেজে উঠেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী ডামাডোল। বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী গত ২০ জানুয়ারী প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে শুরু হয়েছে প্রচারনা।

দেশে চলমান নিরাপত্তা ব্যবস্থা বিবেচনায় আসন্ন নির্বাচনে সাধারণ ভোটারেরা খানিকটা থমকে ছিলেন। ভোটারদের মাঝে নির্বাচন নিয়ে তেমন উৎকন্ঠা লক্ষ্যকরা যায়নি। উপরন্তু নির্বাচন আদৌ হবে কি-হবে না! গ্রাম-গঞ্জে গ্রেফতার আতংক! কি হবে, কি হবে, এমন প্রশ্ন ছিল অনেকের চোখে-মুখে। অত:পর শুরু হলো আনুষ্ঠানিকভাবে নির্বাচন। 

আজ বৃহস্পতিবার থেকে নির্বাচন আচরণ বিধি মেনে প্রতিদিন প্রার্থীগণ ও কর্মী-সমর্থকেরা প্রতিক নিয়ে ছুটবেন ভোটারদের দোর গোড়ায়। ইতোমধ্যেই ভোট নিয়ে ভাবনা শুরু হয়েছে ভোটারদের মাঝে।

এবারের নির্বাচনে দলীয় প্রতীকের বাইরে গণভোট দেয়ার বিষয়েও ভোটারদের মনে জড়তা কাজ করছে। যদিও জনসচেতনতা বৃদ্ধিতে সরকারিভাবে গণভোট নিয়ে ব্যাপক প্রচারণার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিটি মসজিদে জুমা নামাজের আগে ইমাম সাহেবগণ গণভোট সম্পর্কে মুসুল্লীদের উদ্দেশ্যে বয়ান করছেন। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রচারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পৌরসভা, ইউনিয়ন পরিষদ থেকে গুরুত্বপূর্ণ স্থানে ফেস্টুন লাগানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবর্তনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেয়ার বিষয়ে প্রচুর লেখালেখি অব্যহত রয়েছে।

জাতীয় সংসদের ৭০, পাবনা-৩ ( চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বাছাই ও আপিল শেষে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলেও উচ্চ আদালতের রায় অনুকূলে হওয়ায় তিনি নির্বাচনের মাঠে রয়েছেন। অর্থাৎ মোট ৮ জন প্রার্থীই প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

প্রার্থীরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন, প্রতীক (ধানের শীষ)। 

জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আলী আছগার, প্রতীক (দাঁড়িপাল্লা)। 

স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব কে. এম. আনোয়ারুল ইসলাম, প্রতীক (ঘোড়া)। 

জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মীর নাদিম মোহাম্মদ ডাবলু, প্রতীক (লাঙ্গল)। 

গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মো. হাসানুল ইসলাম রাজা, প্রতীক (ট্রাক)।

গণফোরাম মনোনীত প্রার্থী সরদার আশা পারভেজ, প্রতীক (উদীয়মান সূর্য)। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আব্দুল খালেক, প্রতীক (হাতপাখা)।

বাংলাদেশ সুপ্রীম পার্টি মনোনীত প্রার্থী মো. মাহবুবুর রহমান জয় চৌধুরী, প্রতীক (একতারা)।

পাবনা-৩ আসনটি (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) অর্থাৎ তিনটি উপজেলা সমন্বয়ে গঠিত। এ আসনে মোট ভোটারের সংখ্যা ৪,৮৬,৮০৪ জন। অপর দুটি উপজেলার মোট ভোটারের চেয়ে চাটমোহর উপজেলায় ভোটারের সংখ্যা বেশি থাকায় এবং দীর্ঘবছর চাটমোহর উপজেলা থেকে এমপি নির্বাচিত না হওয়ায় এই উপজেলাবাসী উন্নয়ন বঞ্চিত হয়েছেন। ফলে উন্নয়ন বঞ্চিত সাধারণ ভোটারেরা প্রকাশ্যে বিরোধে না জড়ালেও অন্তরে স্থানীয় প্রার্থীর প্রতি তাদের টান অনুভব করছে। 

এমতাবস্থায় পাবনা-৩ আসনে ধানের শীষ, ঘোড়া এবং দাঁড়িপাল্লা প্রতীক তিনটির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন অভিজ্ঞরা মনে করছেন যে, ‘ধানের শীষ’ প্রতীকের ভোট রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সুনির্দ্দিষ্ট একটি পর্যায়ে থাকলেও ‘দাঁড়িপাল্লা’ এবং ‘ট্রাক’ প্রতীকের ভোটের উপর নির্ভর করতে পারে ‘ঘোড়া’ প্রতীকের ভোটের পরিসংখ্যান। ‘দাঁড়িপাল্লা’ এবং ‘ট্রাক’ প্রতীকে ভোট যত এগোবে, ‘ঘোড়া’ প্রতীকে ভোট ততটাই পিছিয়ে আসতে পারে। কিন্তু ‘দাঁড়িপাল্লা’ এবং ‘ট্রাক’ প্রতীকের ভোট পেছালে, ‘ধানের শীষ’ এবং ‘ঘোড়া’ প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা থাকবে। কারও কারও ধারণা, যেহেতু বিগত প্রায় ১৭ বছর একটানা ভাঙ্গুড়ায় এমপি ছিল, সেহেতু এবারের নির্বাচনে ভোটারেরা চাটমোহরের প্রার্থীদের দিকে ঝুঁকতে পারেন। এছাড়াও কেন্দ্রে ভোটার উপস্থিতির হার, আওয়ামীলীগ কর্মী-সমর্থক এবং নারী ভোটারদের ভোট এবারের নির্বাচনী ফলাফল নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মন্তব্য (০)





image

গোপালপুরে ওএমএস চাল বিক্রি শুরু

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গ...

image

রাণীনগরে মুক্ত আকাশে ডানা মেললো শিকার হওয়া অতিথি পাখি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও বগুড়ার আদমদীঘি এই দুই উপজে...

image

‎ফুলবাড়ীতে র‌্যাব-১৩ এর অভিযানে ১৮ কেজি গাঁজা ও ২ বোতল ফে...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে র‌্যাব-১৩ এর...

image

বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আ...

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাং...

image

সোনারগাঁয়ে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, টেঁটাবিদ্ধ সহ আহত ১৫

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ...

  • company_logo