• সমগ্র বাংলা

টাঙ্গাইলে ৩ হাজার ৫০ পিস ইয়াবাসহ গ্রপ্তার ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে পুলিশের অভিযানে ৩০৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে পৃথক দুটি অভিযানে এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয় বলে জানানো হয় পৃথক দুটি প্রেসবিজ্ঞপ্তিতে। এ ঘটনায় ২ জনকে গ্রপ্তার করা হয়েছে।

‎প্রেসবিজ্ঞপ্তিতে জানানে হয়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. নুরুজ্জামানের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের একটি দল সদর উপজেলার দাইন্যা চৌধুরী পশ্চিম পাড়ায় অভিযান চালায়।
‎অভিযানে দাইন্যা চৌধুরী পশ্চিমপাড়ার মৃত আহাম্মদ আলীর ছেলে মো. আব্দুল আলীমকে (৪১) গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজতে থাকা তিন হাজার পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়।

‎অপর এক অভিযানে টাঙ্গাইল সদর থানার এসআই মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার ঘারিন্দা এলাকা থেকে পলাশ(২৬) নামের একজনকে গ্রেপ্তার করে। রাত সেয়া ১০ টার দিকে ঘারিন্দা আন্ডারপাস এলাকা থেকে গ্রপ্তারের সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
‎পলাশের বাড়ি সদর উপজেলার সন্তোষে।

‎প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ৯ লাখ ১৫ হাজার টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





  • company_logo