ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধি : গণভোট ২০২৬ দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই গণভোটকে কেন্দ্র করে ভোটারদের সচেতনতা বৃদ্ধি ও অংশগ্রহণ নিশ্চিত করতে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণমূলক মতবিনিময় সভা। “গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার দুপুরে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সভার আগে তিনি জেলা প্রশাসনের আয়োজিত এক সচেতনতামূলক র্যালিতে অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করেই এই গণভোট আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে জনগণের প্রকৃত মতামত ও প্রত্যাশা রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে প্রতিফলিত হবে।
তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে একটি ইতিবাচক পরিবর্তনের পথে দেশ অগ্রসর হবে এবং গণভোট নাগরিকদের স্বাধীনভাবে মত প্রকাশের একটি সাংবিধানিক ও গণতান্ত্রিক সুযোগ সৃষ্টি করবে।
তিনি আরও বলেন, গণভোট একটি উৎসবমুখর গণতান্ত্রিক প্রক্রিয়া। এ উপলক্ষে ভোটারদের সার্বিক নিরাপত্তা ও অবাধ ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
নীলফামারী জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রের মৌলিক স্তম্ভ। জনগণের সক্রিয়, স্বতঃস্ফূর্ত ও সচেতন অংশগ্রহণের মাধ্যমেই একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।
সভা শেষে গণতন্ত্র সুসংহতকরণ ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকল ভোটারকে গণভোট ২০২৬-এ অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থি...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ষড়যন্ত্র করে অবৈধ মাদক হেরোইন দিয়ে নিরিহ কৃষক...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলে...
দিনাজপুর প্রতিনিধি : দীর্ঘদিনের পরিকল্পনা নির্ভুল নিখুত ছক্ এটে পরক্রীয়...

মন্তব্য (০)