• লিড নিউজ
  • জাতীয়

শৈত্যপ্রবাহ ও শীত নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সারাদেশে শীতের পরিস্থিতি নিয়ে আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

‎পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে তাপমাত্রা কখনো সামান্য বাড়তে পারে, কখনো কমতে পারে আবার কিছু সময় প্রায় অপরিবর্তিতও থাকতে পারে। পাশাপাশি নদী অববাহিকাগুলোতে কুয়াশার প্রভাব বাড়তে পারে এবং তিনটি জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

‎শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে, যার একটি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

‎শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় শেষরাত থেকে সকাল পর্যন্ত কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

‎রোববার (১৮ জানুয়ারি) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। সারা দেশে শুষ্ক আবহাওয়ার পাশাপাশি কোথাও কোথাও কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ও তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

‎সোমবার (১৯ জানুয়ারি) দেশের নদী অববাহিকাগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। এই দিনে রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

‎মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। নদী অববাহিকাসহ দেশের বিভিন্ন এলাকায় কুয়াশা অব্যাহত থাকতে পারে।

‎বুধবার (২১ জানুয়ারি) সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

‎আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, এই পাঁচ দিনের শুরুতে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

মন্তব্য (০)





image

‎প্লট জালিয়াতির মামলায় শেখ হাসিনা-টিউলিপসহ ১৮ জনের বিরুদ্...

নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ভাগ্নে ...

image

নির্বাচনে প্রার্থী বা এজেন্টের কাছ থেকে অর্থ-খাবার নিতে প...

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,...

image

ইসিতে ছাত্রদলের প্রতিবাদ ও ঘেরাও কর্মসূচি

নিউজ ডেস্কঃ পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষপাতদু...

image

মানবতাবিরোধী অপরাধ: নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠান...

নিউজ ডেস্কঃ চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর ...

image

যুক্তরাজ্য মিশনে নিয়োগ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, ওসমান...

নিউজ ডেস্কঃ নিরাপত্তার স্বার্থে যুক্তরাজ্য মিশনে নিয়োগ পাওয়া...

  • company_logo