• সমগ্র বাংলা

জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা ও বসতঘর ভাঙচুরের অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের নঠুরচর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের ওপর হামলা ও বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। রবিবার ১১ জানুয়ারি সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. আ. রাজ্জাক অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী নাজিম উদ্দীনের পরিবারের সঙ্গে তাদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে রবিবার সন্ধ্যায় পাশ্ববর্তী বাড়ির মৃত অভিশেখের ছেলে নাজিম উদ্দীন ও তার অনুসারীরা তাদের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি ঘরে থাকা বিভিন্ন মালামাল লুটপাট করা হয়।

তিনি আরও জানান, হামলা প্রতিরোধ করতে গেলে নারী ও শিশুসহ অন্তত পাঁচজনকে মারধর করা হয়। আহতদের মধ্যে মো. সেলিম হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা হলেন— আকলিমা খাতুন (৩০), অমর (৭) ও সুমাইয়া (১৪)।

এ ঘটনায় ভুক্তভোগী আ. রাজ্জাক গোপালপুর থানায় ৯ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— মৃত অভিশেখের ছেলে নাজিম উদ্দীন, মৃত আজালী শেখের ছেলে আ. হামিদ, হামিদের ছেলে মো. হাফিজুল ইসলাম, মো. কবির হোসেন, হারুন, নাজিমের ছেলে কামরুল হোসেন, হাফিজুলের ছেলে শাহীন এবং হারুনের ছেলে পারভেজ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজ্জাক ও নাজিম উদ্দীনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। রবিবার সন্ধ্যায় সেই বিরোধের জের ধরেই নাজিম উদ্দীনের অনুসারীরা রাজ্জাকের বাড়িতে হামলা চালিয়ে মারধর ও ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তবে অভিযুক্ত পক্ষের পরিবারের সদস্যরা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, রাজ্জাকের পরিবার নিজেরাই ঘরবাড়ি ভাঙচুর করে ঘটনাটি সাজিয়েছে এবং উল্টো তারাই তাদের ওপর হামলা চালিয়েছে।

এ বিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য (০)





image

চট্টগ্রাম-১৫ জামায়াত প্রার্থীর পক্ষে দাঁড়িপাল্লায় ভোট চা...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : নির্বাচন পূর্ব আচরণ বিধি লঙ্ঘন করে চট্...

image

বিএনপি নেতার গাড়িতে হামলার অভিযোগে কর্নেল অলি আহমদসহ ১২ জ...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থী জসি...

image

লালমনিরহাটে ৬১ বিজিবি'র নতুন বিওপি উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি : সীমান্তে নজরদারি বৃদ্ধি,চোরাচালান রোধ ও নিরাপত্তা...

image

খোলা আকাশের নিচে ঘুমানো নাসিরের জন্য ইউএনওর সহায়তা

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : তীব্র শীতেও খোলা আকাশের নিচে বসবাস করা ন...

image

‎জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব: ফেলানীর ছোট ভাই

নিউজ ডেস্কঃ ফেলানীর ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বা...

  • company_logo