• সমগ্র বাংলা

টেকনাফ সিমান্তে গুলিবিদ্ধ ও মাইন বিস্ফোরণে আহত দুই পরিবারকে অর্থ সহায়তা দিলো জেলা প্রশাসন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধিঃ টেকনাফের হোয়াইক্যং এ গুলি ও মাইন বিফোরনে আহত আফনান ও মোহাম্মদ হানিফের পরিবারকে অর্থ সহায়তা প্রদান করেছেন কক্সবাজার জেলা প্রশাসন। ১৪ জানুয়ারি বুধবার সকালে জেলা প্রশাসক মো: আ: মান্নান এর পক্ষে টেকনাফ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইমামুল হাফিজ নাদিম হোয়াইক্যং ইউনিয়নে সাম্প্রতিক ঘটনায় গুলিবিদ্ধ শিশু আফনান এর জন্য ৫০ হাজার টাকা ও মাইন বিস্ফোরণে আহত যুবক মোঃ হানিফ এর জন্য ৩০ হাজার টাকার  পরিবারকে অর্থ সহায়তার চেক পরিবার প্রধানের হাতে প্রদান করা হয়। এ সময় স্হানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শাহ জালাল। 

এছাড়া এ দুইটি পরিবারকে জেলা পরিষদের পক্ষ থেকেও ৩০ হাজার করে টাকা দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। যার চেক দ্রুত সময়ের মাঝে তাদের পরিবারের কাছে পৌঁছে দেয়া হবে বলেও জানান । উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইমামুল হাফিজ নাদিম। তিনি বলেন, তাদের পরিবারের যে কোন প্রয়োজনে উপজেলা প্রশাসন পাশে থাকবে।

মন্তব্য (০)





  • company_logo