ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা আজ দেশের মধ্যে সর্বনিম্ন।
এর আগে গতকাল রোববার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস, শনিবার ৯ ডিগ্রি এবং শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস সূত্র জানায়, মৃদু শৈত্যপ্রবাহ ও উত্তরের ঠান্ডা বাতাসের কারণে শীতের তীব্রতা আরও বেড়েছে। সকাল থেকে সূর্যের দেখা না মেলায় চরম ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। কুয়াশার কারণে অনেকেই ঠিকমতো কাজে বের হতে পারছেন না। দুপুরের পর কুয়াশা কিছুটা কাটলেও সূর্যের তেজ না থাকায় শীতের প্রকোপ কমছে না।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন উত্তরাঞ্চলে শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুর রহমান জানান, শীতে দুস্থ অসহায় মানুষের ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে পাওয়া ৩ হাজার ১০০ কম্বল বিতরণ করা হয়েছে। আগামীতে আরও কম্বল বিতরণ করা হবে। আমরা চেষ্টা করছি শীতে মানুষের যেন কষ্ট না হয়।
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়...
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :আসন্ন এয়োদশ জা...
বগুড়া প্রতিনিধি : দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর আগামী ১১ই জানু...
কুমিল্লা প্রতিনিধি : “আর নয় মাদক—মাদকে না বলুন&r...

মন্তব্য (০)