ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা শফিউল নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেললেও এখন সেই পথচলা শেষ করে সব ধরনের প্রফেশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তিনি ৪ জানুয়ারি রোববার রাতে ফেসবুকে নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
শফিউল তার পোস্টে বলেছেন, আসসালামু আলাইকুম। আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিতে যাচ্ছি। আমি শফিউল ইসলাম, আজ থেকে সকল ধরনের প্রফেশনাল ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল।
তিনি আরও লিখেছেন, এই দীর্ঘ পথচলায় পাশে থাকার জন্য আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), আমার সকল সতীর্থ, কোচ এবং অগনিত ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের দোয়া ও ভালোবাসা ছাড়া আজকে পর্যন্ত আসা সম্ভব ছিল না।
শফিউল জানিয়েছেন, যদি কখনো অনিচ্ছাকৃতভাবে কারো মন ক্ষুণ্ন হয়ে থাকে বা কষ্ট দিয়ে থাকেন, তাহলে ক্ষমা চেয়েছেন। নতুন জীবনে প্রবেশ করছেন এবং সবাইকে তার ও তার পরিবারের জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন। ক্রিকেটের সাথে ছিলাম, ক্রিকেটের সাথেই থাকব। ধন্যবাদ সবাইকে।
শফিউলের ক্যারিয়ার শুরু হয়েছিল ২০০৭ সালে লিস্ট ‘এ’ ম্যাচ দিয়ে। তার শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ। ৩৬ বছর বয়সী এই পেসার মোট ৯১টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন এবং ১০৭ উইকেট শিকার করেছেন।
স্পোর্টস ডেস্ক : ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহ...
স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দল অংশ নে...
স্পোর্টস ডেস্ক: নানা নাকটীয়তার বিসিবির অর্থ কমিটির পদ ফ...
নিউজ ডেস্কঃ থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার মে...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পার...

মন্তব্য (০)