ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মোখলেসুর রহমান শামীম।
বিসিবি পরিচালকের ফিক্সিংয়ে থাকার বিষয়টি সামনে আনেন একজন ক্রীড়া সাংবাদিক। তিনি তার ব্যক্তিগত প্লাটফর্মে শামীমের ফিক্সিংয়ে জড়িত থাকা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সব দায়িত্ব থেকে নিজ থেকেই সরে দাঁড়ানোর কথা জানান বিসিবি পরিচালক মোখলেসুর রহমান শামীম।
এক ফেসবুক পোস্টে শামীম লিখেছেন, ‘সাম্প্রতিক সময়ে আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অডিট কমিটির চেয়ারম্যানসহ আমার সব দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, যেন একটি সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করা যায়। এটি কোনোভাবেই দায় স্বীকার নয়; বরং দেশের ক্রিকেট ও প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতি আমার দায়বদ্ধতার প্রকাশ।’
তিনি আরও লেখেন, ‘বাংলাদেশ ক্রিকেট আমার কাছে শুধু দায়িত্ব নয়—এটি আবেগ, ভালোবাসা ও সম্মানের জায়গা। এই সিদ্ধান্ত নেওয়া কষ্টের হলেও বিশ্বাস করি, ব্যক্তিগত অবস্থানের চেয়ে দেশের ক্রিকেটের সুনাম সবার আগে।
তদন্তে সাহায্য করবেন জানিয়ে এই বিসিবি পরিচালক লেখেন, ‘আমি তদন্তে পূর্ণ সহযোগিতা করবো এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। সবসময় বাংলাদেশের ক্রিকেটের পাশে ছিলাম, আছি, থাকব।’
স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের সামনে আরও একটি সুযোগ। এনিয়ে তৃতীয়বার বিপিএল...
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের ফাইনাল চলছ...
স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের মানোন্নয়ন ও পারস্পরিক সহযোগিত...
স্পোর্টস ডেস্ক : একাধিক শীর্ষ পাকিস্তানি ক্রিকেটার অভিযোগ তুলেছেন যে তার...
স্পোর্টস ডেস্ক : যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বিশ্বক...

মন্তব্য (০)