ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল র্যাম্প মডেলিং দিয়ে বিনোদন জগতে যাত্রা শুরু করেন। পরে অভিনয়ে নাম লেখান। আইনি পেশায় জড়িত থাকলেও নিয়মিত অভিনয় করে নিজের মেধার স্বাক্ষর রেখেছেন অভিনেত্রী। তবে এবার দেশের চিকিৎসাব্যবস্থার বাস্তব চিত্র নিয়ে সামাজিক মাধ্যমে সোচ্চার হলেন পিয়া জান্নাতুল।
সামাজিক মাধ্যমে একটি পোস্টে দেশের নামি হাসপাতালগুলোর সেবা ও অব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। দীর্ঘ সময় হাসপাতালে অপেক্ষার যন্ত্রণা ও রোগীদের প্রতি কর্তৃপক্ষের উদাসীনতাকে তিনি অত্যন্ত অমানবিক বলে অভিহিত করেন।
পোস্টে পিয়া জান্নাতুল লিখেছেন, হাসপাতালে রোগীরা ঘণ্টার পর ঘণ্টা বসে থাকে ব্যথা ও দুশ্চিন্তা আর ক্লান্তি নিয়ে। তবু যেন কারও মাথাব্যথা নেই। অথচ কেউ শখ করে হাসপাতালে আসে না, সবাই আসে বাধ্য হয়ে এবং নিজের স্বাস্থ্যের জন্য। তিনি বলেন, সবচেয়ে কষ্টের ব্যাপার হলো— তথাকথিত বেস্ট হাসপাতালগুলোতেও সময়ের কোনো মূল্য নেই এত লোকজন, এত সিস্টেম থাকার পরও এ অবস্থা।
অভিনেত্রী বলেন, পর্যাপ্ত টাকা খরচ করেও রোগীরা সঠিক সময়ে সেবা ও সম্মান পাচ্ছেন না। আর এ কারণেই সামর্থ্যবানরা বিদেশের হাসপাতালে ছুটছেন বলে মনে করেন। তিনি বলেন, সে কারণেই যাদের সামর্থ্য আছে, তারা চিকিৎসার জন্য বিদেশে যেতে চায় শুধু ভালো চিকিৎসার জন্য না, একটু সম্মান আর মানবিক ব্যবহারের আশায়। রোগী বলেই কি তার সময়ের কোনো দাম নেই? একটু মানবিক হলেই অনেক কিছু বদলে যেতে পারে বলে মনে করেন পিয়া জান্নাতুল।
উল্লেখ্য, অভিনেত্রী পিয়া জান্নাতুল হবিগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে আইনজীবী হিসাবে কাজ করতেন।
বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম বলেছেন, শিল্পবোধ প্...
বিনোদন প্রতিবেদকঃ সময় এগোয়। তার সঙ্গে পাল্টে যায় মানুষের ভাষ...
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খানের ‘ব্যাচেলর’ তকমা আজ...
বিনোদন প্রতিবেদকঃ চলচ্চিত্র জগতের বিনোদনমূলক সংস্থা &ls...
বিনোদন প্রতিবেদক: নিজ দেশের গণ্ডি পেরিয়ে সাহিত্য ...

মন্তব্য (০)