ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: “মেধা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে ওঠুক আগামীর প্রজন্ম” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁয় আইসিএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় নওগাঁ ইসলামীয়া ফাজিল মাদরাসায় এডুকেশন ফাউন্ডেশন নওগাঁর সহযোগিতায় ইসলামীক এডুকেশন সোসাইটি ঢাকা এই পরীক্ষার আয়োজন করে।
আয়োজকরা জানান, পরীক্ষায় নওগাঁর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্লে শ্রেণি হতে পঞ্চম শ্রেণির সাড়ে চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। প্রতি শ্রেণি থেকে ট্যালেন্টপুলে ৩জন এবং অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে থেকে প্রতি ৪ জনে একজন করে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে।
বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করেছেন। ভবিষ্যৎ শিক্ষা জীবনে এই পরীক্ষা কাজে দিবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নাবিহা জান্নাত বলেন, প্রথমবারের মতো কোন বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছি। প্রশ্ন সহজ মনে হয়েছে। আশাকরি বৃত্তি পাবো। ভবিষ্যৎ শিক্ষা জীবনে এই পরীক্ষা কাজে দিবে।
নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক এ্যাডভোকেট আ স ম সায়েম বলেন, ২০১৫ সাল থেকে প্রতিবছর আমরা এই পরীক্ষার আয়োজন করে আসছি। এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়। তারা তাদের মেধা যাচাইয়ের সুযোগ পায়। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতেই আমাদের এই আয়োজন।
এ সময় এডুকেশন ফাউন্ডেশন নওগাঁর সভাপতি মো: আব্দুল হাই, সেক্রেটারী দেলোয়ার হোসাইন সাঈদ, জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক মহিউদ্দিন, অধ্যাপক জাহাঙ্গীর আলম, এ্যাডভোকেট আব্দুর রহিম মিঠনসহ ফাউন্ডেশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : বাংলাদেশ হ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিভিন্ন স্থানে ইনকিলাব মঞ্চের...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপ&zw...
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের...

মন্তব্য (০)