ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনকে ঘিরে এরইমধ্যে সারাদেশে ব্যাপক নির্বাচনী প্রচারণাসহ নানা কর্মসূচি পালন করছে রাজনৈতিক দলগুলো।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ -মাদারগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।
গতকাল বুধবার দুপুরে মেলান্দহ উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
সাদিকুর রহমান সিদ্দিকী শুভ মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। বিএনপির মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলাম। আমাকে মনোনয়ন দেওয়া হয়নি। এ কারণে স্থানীয় জনগণের চাহিদা ও সুশাসন প্রতিষ্ঠার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছি। শেষ পর্যন্ত আমি মাঠে থাকবো ইনশাল্লাহ। আমি সবার কাছে দোয়া প্রার্থনা করেছি।
মনোনয়ন ফরম সংগ্রহকালে ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফারুক হোসেন, ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মাসুদ মেম্বার, সাউথ আফ্রিকা থানা যুবদলের সাবেক সভাপতি সোহেল রানা, যুবনেতা মনিরুজ্জামান,নুর হক,মোনাজ উদ্দিন মিনহাজ,রেজনু হাসান, জাহিদ সিদ্দিকীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারা দেশে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল কার্যক্রম চলছে।
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে আখ ক্ষেত থেকে এক ব্যক্তির (৪০) অ...
ফেনী প্রতিনিধি : ফেনীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর...
পাবনা প্রতিনিধি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩...
বগুড়া প্রতিনিধি : আগামী ২৫শে ডিসেম্বর বাংলাদেশে আসছেন ব...

মন্তব্য (০)