ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক: ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পূর্তির দিনে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙায় একই নামে একটি নতুন মসজিদ নির্মাণের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বেসরকারি উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর।
অনুষ্ঠানের মঞ্চ থেকে হুমায়ুন কবীর জানান, মসজিদ নির্মাণের জন্য এক ব্যক্তি একাই ৮০ কোটি টাকা অনুদান দেওয়ার অঙ্গীকার করেছেন। যদিও দাতার পরিচয় প্রকাশে তিনি অনিচ্ছুক। তবুও এক মাসের মধ্যেই ওই অর্থ প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাবরি মসজিদ পুনর্নির্মাণ নিয়ে রাজনৈতিক বিতর্কের কারণে বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। আদালতের অনুমতি পেয়ে কড়া নিরাপত্তার মধ্যেই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়।
হুমায়ুন কবীর আরও জানান, পুরো প্রকল্পের জন্য আনুমানিক ৩০০ কোটি টাকা ব্যয় হতে পারে যা সম্পূর্ণ সংখ্যালঘু মুসলমানদের অনুদান থেকে সংগৃহীত হবে। তিনি জোর দিয়ে বলেন, এই প্রকল্পে সরকারের কোনো আর্থিক সহায়তা নেওয়া হবে না, যাতে ধর্মীয় স্থাপনার পবিত্রতা বজায় থাকে।
বর্তমানে তাঁর কাছে ২৫ বিঘা জমি রয়েছে। ওই জমিতে শুধু মসজিদই নয়, ভবিষ্যতে ইসলামিক হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, মুসাফিরখানা এবং হেলিপ্যাড নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
এদিকে, দলীয় সিদ্ধান্ত অমান্য এবং পুনর্নির্মাণ উদ্যোগ নেওয়ার জন্য হুমায়ুন কবীরকে তৃণমূল কংগ্রেস থেকে অনির্দিষ্টকাল বহিষ্কার করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচন সামনে রেখে এই উদ্যোগ তৃণমূল কংগ্রেসের জন্য অস্বস্তির কারণ হতে পারে।
বিরোধী দলগুলো অভিযোগ করেছে, হুমায়ুন কবীর সংখ্যালঘু ভোটব্যাংককে সামনে রেখে রাজনৈতিক সুবিধা নিচ্ছেন। তবে তৃণমূল কংগ্রেস দাবি করেছে, তিনি বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিক প্রচার চালাচ্ছেন।
আন্তর্জাতিক ডেস্ক: সরকারি টাকায় কেনা বালিশের দাম অস্বাভাবিকভ...
আন্তর্জাতিক ডেস্ক: বর্তমানে ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে নারী ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সেনাবাহিনীর টানা দুদিনের...
নিউজ ডেস্ক : ইরানে আয়োজিত এক ম্যারাথনে নারীদের মাথায় হিজাব না থাকাকে কেন...
নিউজ ডেস্ক : ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ক্রিস...

মন্তব্য (০)