• লিড নিউজ
  • জাতীয়

বাংলাদেশের সঙ্গে পর্যটন সম্পর্ক জোরদারে আগ্রহী মালয়েশিয়া: হাইকমিশনার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান বলেছেন, বিশ্বাস, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে দু’দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হচ্ছে।

‎এছাড়া, বাংলাদেশের সঙ্গে পর্যটন, সংস্কৃতি ও জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে মালয়েশিয়া অঙ্গিকারবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।

‎শনিবার সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে মালয়েশিয়া ট্যুরিজম ফেয়ার উপলক্ষ্যে আয়োজিত এক জমকালো নৈশভোজে এ কথা বলেন তিনি।

‎হাইকমিশনার বলেন, ‘বিগত কয়েক দশকে বাণিজ্য ও বিনিয়োগ, পর্যটন, শিক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে আমাদের সম্পর্ক বিকশিত ও বিস্তৃত হয়েছে। নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগের মাধ্যমে এ অংশীদারিত্ব আরও শক্তিশালী হচ্ছে।’

‎শুহাদা ওসমান জানান, আগামী দিনে আরও বেশি বাংলাদেশি পর্যটককে স্বাগত জানাতে চায় মালয়েশিয়া।

‎তিনি বলেন, পর্যটন হলো এমন এক সেতু, যা খাবার, সংস্কৃতি, ঐতিহ্য ও অভিজ্ঞতার মাধ্যমে সমাজকে কাছাকাছি আনে।

‎শুহাদা ওসমান বলেন, ‘ফেস্টিভ্যাল মালয়েশিয়া’ উদযাপন মালয়েশিয়ার বহুসাংস্কৃতিক ঐক্যের ‘রঙ, স্বাদ ও ছন্দ’ তুলে ধরে। পাশাপাশি সাংস্কৃতিক বিনিময় দুই দেশের উষ্ণ সম্পর্ককেও আরও দৃঢ় করে।

‎তিনি সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার কুয়ালালামপুর সফরসহ উচ্চ-পর্যায়ের সফরগুলোর কথা স্মরণ করেন।

‎তিনি বলেন, এই সফরগুলো পর্যটন, বিনিয়োগ, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের মতো খাতগুলোতে সহযোগিতা জোরদারে দুই দেশের সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

‎হাইকমিশনার মালয়েশিয়ার বৈশ্বিক যোগাযোগ বৃদ্ধির বিষয়টিও তুলে ধরেন। তিনি জানান, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রতি বিশ্বের অন্যতম সংযুক্ত বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই অবস্থান মালয়েশিয়াকে ভ্রমণ, বাণিজ্য ও বিনিয়োগের জন্য একটি শক্তিশালী আঞ্চলিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

‎অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা অংশ নেন।

‎উপদেষ্টা আবরার ও হাইকমিশনার ওসমান মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়, ট্যুরিজম মালয়েশিয়া, ম্যাট্রেড, মালয়েশিয়া এয়ারলাইন্স এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-সহ সকল অংশীদারদের উৎসবকে সফলভাবে আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

‎এর আগে সকালে মালয়েশিয়া ট্যুরিজম ফেয়ার ও ‘ভিজিট মালয়েশিয়া ইয়ার ২০২৬’ প্রচারণা উদ্বোধনকালে হাইকমিশনার ঘোষণা দেন, ২০২৬ সালে ৩ লাখ বাংলাদেশি পর্যটককে আকর্ষণের লক্ষ্য নিয়েছে মালয়েশিয়া।

‎তিনি বলেন, বাংলাদেশ ‘মালয়েশিয়ার সবচেয়ে শক্তিশালী এবং দ্রুত বর্ধনশীল পর্যটন বাজারগুলোর মধ্যে একটি’। এসময় তিনি জোর দিয়ে বলেন, নির্বিঘ্ন ভ্রমণের জন্য সরকারি ই-ভিসা ব্যবস্থার সঠিক ব্যবহার জরুরি।

‎মালয়েশিয়ার ইমিগ্রেশনে বাংলাদেশি ভ্রমণকারীদের ফেরত পাঠানোর বিষয়ে উদ্বেগের জবাবে তিনি বলেন, সরকারি পোর্টালের মাধ্যমে সরাসরি ই-ভিসা করলে প্রক্রিয়াটি ‘সহজ ও সুশৃঙ্খল’ হবে। তিনি সতর্ক করে বলেন, তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন করলে তথ্যের গরমিল হতে পারে, যা জটিলতা এমনকি কালো তালিকাভুক্তিরও কারণ হতে পারে।

‎তিনি বাংলাদেশি নাগরিকদের কেবল সরকারি ই-ভিসা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার আহ্বান জানান। এ সাইটের ঠিকানা নিয়মিত হাইকমিশনের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। তিনি আশ্বাস দেন, প্রয়োজনে হাইকমিশন ভ্রমণকারীদের সহায়তা করবে।

‎এই মেলায় বিমান সংস্থা, ট্যুর অপারেটর, শিক্ষা প্রতিষ্ঠান এবং চিকিৎসা সেবা প্রদানকারীসহ মোট ২২টি প্রতিষ্ঠান অংশ নেয়। এ বছরের মূল প্রতিপাদ্য হল ‘মালয়েশিয়া ট্রুলি এশিয়া - ভিজিট মালয়েশিয়া ২০২৬’। প্রচারণাটির লক্ষ্য হলো মালয়েশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্য এবং দুই দেশের মধ্যে পর্যটন ও বন্ধুত্বকে আরও শক্তিশালী করা।

মন্তব্য (০)





image

চলতি মাসের মধ্যেই চীনা হাসপাতালের ডিপিপি: পররাষ্ট্র উপদেষ্টা

নীলফামারী প্রতিনিধি: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলে...

image

সরকারি অফিসের হয়রানি উত্তরণে আসছে ‘অ্যাপ’

নিউজ ডেস্ক : দেশে ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধনে ব্যবসায়ীরা হয়রানির শিকার ...

image

ভোটের দিন সাধারণ ছুটি

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে বলে জান...

image

চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল, ভোটের সময় বাড়বে এক ঘণ্টা:...

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সময় এক ...

image

‎গুমের সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও নির্যাতনের...

  • company_logo