ছবিঃ সংগৃহীত
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদরের চুনিযাপাড়া এলাকায় গরুবাহী ট্রাকের ধাক্কায় অটো রিক্সা আরোহী ২জন নারী নিহত এবং অটোচালকসহ আরো ৭জন আহত হয়েছে৷ আজ শনিবার সন্ধ্যায় হতাহতের ওই ঘটনা ঘটে।
নিহত ২ নারী হলো জেলা সদরের ননাম মেম্বারপাড়ার আজিজুর রহমানের স্ত্রী খতেজা বেগম (৬১) এবং একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী শেফালী বেগম (৩১)
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে ছুটে যান তারা। দুর্ঘটনাস্হলে খতেজা বেগম নিহত হয়েছে। ৮জনকে আহত অবস্হায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন তারা।
কোতয়ালী থানার উপ পরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, আহতদের মধ্যে শেফালী বেগম পরে হাসপাতালে মারা গেছে৷ ওই দুর্ঘটনায় ২নজন নারী নিহত হয়েছে। আহত ৭জন হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধঢে ৩জনের অবস্হা গুরুত্বর।
বগুড়া প্রতিনিধি : জামায়াত কর্মী পরিচয়ে বগুড়ায় ক্ষুদ্র নৃ-গোষ...
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি : গাজীপুরের শ্রীপ...
নড়াইল প্রতিনিধি : বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), নড়াইল জেলা...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রা...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

মন্তব্য (০)