• সমগ্র বাংলা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শনিবার বিকেলে বগুড়া চেলোপাড়ায় অটোটেম্পু ও অটোরিকশা মালিক গ্রুপের আয়োজনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাসের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন নান্নুর সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাঈন, সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা যথাক্রমে হুমায়ুন কবির, শহিদুল ইসলাম, কালাম শেখ, ফিরোজ হোসেন, মাসুদুল হাসান টুকু, আব্দুল হালিম পিয়াস, সাবেক ছাত্রদল নেতা আবু জাফর জেমস, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আবু সাঈদ দুখু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান মিল্লাত, শ্রমিক নেতা কার্ত্তিক সরকার কান্তি, খোকন রায়, স্বেচ্ছাসেবক দল নেতা মানিক মিয়া ও শহিদুল ইসলাম, মনিরুল ইসলাম বাপ্পী, সুজন ফকির প্রমুখ।

আয়োজন প্রসঙ্গে পরিমল চন্দ্র দাস বলেন, বগুড়ার পুত্রবধূ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তারা ধারাবাহিকভাবে প্রতিটি মসজিদ-মন্দিরে দোয়া ও বিশেষ প্রার্থনা চালিয়ে যাচ্ছেন। শনিবার চেলোপাড়া এলাকার প্রায় দেড় হাজার শ্রমিক সৃষ্টিকর্তার দরবারে অশ্রুসিক্ত চোখে দোয়া করেছেন শুধুমাত্র প্রিয় নেত্রীর সুস্থতা কামনা করে। পরিমল বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে খালেদা জিয়া এই দেশে রাজনৈতিক বটবৃক্ষ হয়ে দাঁড়িয়ে আছেন। তিনি এখন আর শুধু বিএনপি নেত্রী নন, তিনি সারা বাংলাদেশের সাধারণ জনগণের নেত্রী। দেশের জন্য তার অনেক ত্যাগ ও শ্রম রয়েছে। দেশ ও জনগণের স্বার্থেই তাকে আবারো ফিরতে হবে মানুষের মাঝে। তাই তার সুস্থতা কামনা করে তারা খাবার বিতরণের পাশাপাশি সৃষ্টিকর্তার সন্তুষ্টিতে সব ধরনের প্রয়াস করে যাচ্ছেন যা চলমান থাকবে।

মন্তব্য (০)





image

শ্রীপুরে বলাকা ট্রেনের ইঞ্জিন বিকল ঢাকার সাথে উত্তরাঞ্চলে...

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনে লোকসান ৩ লাখ টাকা বেনাপোলে ২ মাস ধরে আটকা শত কোটি টা...

বেনাপোল প্রতিনিধি : দেশের অন্যতম প্রধান স্থলবন্দর বেনাপোলে প...

image

বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ৭ দিন পর হস্তান্তর

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহে...

image

মানিকগঞ্জে হেফাজতে ইসলামের শানে তাওহীদ মহাসম্মেলন অনুষ্ঠিত

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : বাউলদের দ্বারা আল্লাহকে নিয়ে কটু...

image

কালীগঞ্জ থানার ওসির শেষ সময়েও অভিযান চালিয়ে ১২ ড্রাম চোলা...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে দায়িত্বের শেষ প্রহরেও একটুও নরম হননি ...

  • company_logo