ছবিঃ সিএনআই
মাগুরা প্রতিনিধি : মাগুরায় একই রাতে দুইটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে পেট্রলবোমা হামলার মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় ও শহরের ইসলামপুর পাড়ার সরকারি সাবরেজিস্ট্রার অফিসে পরপর এই অগ্নিসংযোগে দপ্তর দুটির জরুরি নথিপত্র পুড়ে যায়। এতে প্রশাসনিক কর্মকাণ্ডে ব্যাপক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা আক্তার জানান, গভীর রাতে অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাঁর অফিসের পেছনের জানালা ভেঙে ভেতরে পেট্রলবোমা নিক্ষেপ করে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে নিচতলায় থাকা কম্পিউটার, আসবাবপত্র এবং জমি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ দলিল–নথিতে। তিনি বলেন, “আমাদের বহু গুরুত্বপূর্ণ রেকর্ড পুড়ে ছাই হয়ে গেছে। এটি পরিকল্পিত নাশকতা ছাড়া কিছুই নয়।”
একই সময় শহরের সাবরেজিস্ট্রার অফিসেও ঘটে একই ধরনের নাশকতা। সাবরেজিস্ট্রার শুভ্রা রানী দাস জানান, পেট্রলবোমার কারণে রেজিস্ট্রি অফিসের নিচতলা এবং দলিল লেখকদের ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। মূল্যবান জমি–সংক্রান্ত নথি, দলিল লেখকদের কাগজপত্র—সবই আগুনে নষ্ট হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্টেশন লিডার মো. আলিম মোল্লা বলেন, “একই সময়ে দুই স্থানে আগুন লাগার ধরন দেখে আমরা নিশ্চিত—এটি সাধারণ দুর্ঘটনা নয়, পেট্রলবোমা নিক্ষেপ করেই আগুন লাগানো হয়েছে।”
হঠাৎ পরপর দুই সরকারি দপ্তরে এমন নাশকতার ঘটনায় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। তদন্তকারীরা ইতোমধ্যে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। জেলার গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক—কাদের উদ্দেশ্যে এই সমন্বিত হামলা, কারা এর পেছনে? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রশাসন সব ধরনের সতর্কতা জারি রেখেছে।
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে দায়িত্বের শেষ প্রহরেও একটুও নরম হননি ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে জামাই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শ্বশুর ও তাঁর ...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে দ্বীনি শিক্ষা, সামাজিক নৈতিকতা ও ধর্ম...
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে আন্তঃকলেজ ফুটবল টুর্না...
ঝিনাইদহ প্রতিনিধি : আজ ৬ ডিসেম্বর ঝিনাই...

মন্তব্য (০)