ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে রাশিয়ায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। তবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা বাজলেও তাদের সঙ্গে বৈঠকে বসেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদির পুতিন। খবর বিবিসি’র
তবে তিনি এরমাঝেই ইউরোপের বিরুদ্ধে হুমকি ছুঁড়ে রেখেছেন। মস্কোর অন্য স্থানে মঙ্গলবার (২ ডিসেম্বর) একটি বিনিয়োগ ফোরামে বক্তৃতা দিচ্ছিলেন পুতিন, সেখানে তিনি মুদ্রাস্ফীতি ও রুশ ব্যাংকিং খাত নিয়ে কথা বলেন। পরে প্রশ্নোত্তর পর্বে ইউরোপের বিরুদ্ধে কড়া বার্তা দেন।
ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপের ভূমিকা সম্পর্কে প্রশ্ন করা হলে পুতিন বলেন, ইউরোপ নিজেই ইউরোপীয় সমাধান প্রক্রিয়া থেকে বেরিয়ে গেছে। এসময় রুশ প্রেসিডেন্ট অভিযোগ করেন, তারা কোনো শান্তিপূর্ণ এজেন্ডায় নেই। বরং যুক্তরাষ্ট্রের উদ্যোগকে বাধাগ্রস্ত করছে।
এসময় ইউরোপের দেশগুলোকে হুমকি ছুঁড়ে পুতিন বলেন, যুদ্ধ বন্ধের বিষয়ে ইউরোপ যে শর্তগুলো দিচ্ছে, সেগুলো রাশিয়ার কাছে ‘গ্রহণযোগ্য নয়’। আমরা ইউরোপের সঙ্গে লড়াই চাই না। কিন্তু যদি ইউরোপ লড়াই করতে চায়। আর আমরা এখনই প্রস্তুত।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে ইউরোপের উদ্দেশে এটি একটি স্পষ্ট ও কঠোর বার্তা বলেই মনে হচ্ছে। ধারণা করা হচ্ছে, ভেস্তে যেতে পারে পুতিন-উইটকফ আলোচনা। তবে প্রস্তাবিত এই চুক্তির আড়ালে ‘গোপন খেলা’ চান না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ডাবলিন সফরে থাকাকালে জেলেনস্কি বলেছেন, ‘যুদ্ধ শেষ করার জন্য এখন আগের যেকোনো সময়ের চেয়ে ভালো সুযোগ তৈরি হয়েছে। পুতিনের সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরাসরি বার্তা আসার প্রত্যাশা করছি।’ এসময় তিনি আবারও ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত বলে জানিয়েছেন। তবে সেটি মস্কো আলোচনার সফলতার ওপর নির্ভর করবে।
সূত্র: দ্য গার্ডিয়ান, আল-জাজিরা, বিবিসি
নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসের...
নিউজ ডেস্ক : সিরিয়ার দক্ষিণাঞ্চলে সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর ...
নিউজ ডেস্কঃ শীতকালীন ঝোড়ো আবহাওয়া কবলে যুক্তরাষ্ট্রের ...
আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ&rs...
আন্তর্জাতিক ডেস্ক: দ্বিরাষ্ট্র সমাধানই ইসরাইল ও ফিলিস্ত...

মন্তব্য (০)