ছবিঃ সিএনআই
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে আব্দুল গণি মৃধার ছেলে মোঃ নান্না মিয়া (৮০), পানপট্টি
কলেজ জীবনের শুরুর দিক থেকে এখন প্রায় শেষ প্রান্তে ̄^প্ন পূরণ হবে কি তার?
এবিষয়ে নান্না মিয়া শিক্ষা মন্ত্রনালয়, ভূমি মন্ত্রনালয় একাধিকবার অভিযোগ করেও কোনো সুরহা পাচ্ছেনা। নান্না মিয়া বলেন, আমার বয়স এখন আশি দীর্ঘ ৩০ বছর ধরে পানপট্টিতে টিনশেডের একটি কলেজ ক্সতরি করেছি।
যে কলেজের সভাপতি আমি, ঐ কলেজের নামে জমি ক্রয় করেছি। ঐ কলেজে প্রায় ১৪ জন শিক্ষক ছিল, প্রায় ১০০ জনের মতো শিক্ষার্থী ছিল। উপরে টিনশেড নিচে পাকা ছিল। ঐ কলেজের নামে জমি দেড় একর নেওয়া হয়েছে। কিন্তু ভুলবশত খতিয়ানের দাগ ভুল থাকায় খাস জমিতে কলেজটি করা হয়েছে। এই বিষয় নিয়ে বেশ অনেক বছর পর্যন্ত ভুগতেছি। আমি বৃদ্ধ মানুষ মৃতু ̈র আগে যদি দেখে যেতে পারতাম কলেজটি দ্বারপ্রান্তে দাড়িয়েছে তাহলে আমার জীবন সার্থক হতো।
কলেজটির কাগজপত্র নিয়ে একাধিকবার ঢাকা, বরিশাল, পটুয়াখালী ও গলাচিপায় ঘুরলেও কোনো সুরহা হচ্ছে না। তাই নিজের কাছে নিজেকে অপরাধী লাগছে। আমি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সদয় দৃষ্টি কামনা করছি যাহাতে আমার পানপট্টি কলেজটি সুন্দরভাবে পরিচালনা করতে পারি।
এবিষয়ে পানপট্টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ রানা বলেন, পানপট্টি ইউনিয়নে এই কলেজটি মোঃ নান্না মিয়ার প্রচেষ্টায় ২০০০ সনে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে শিক্ষায় অনগ্রসর পরিবারের ছেলেমেয়েরা স্বপ্ন দেখে লেখা পড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দূর্যোগে সিডর, আয়লায় প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্থ হলে স্থানীয় লোকজন ও নান্না মিয়ার নের্তৃত্বে মেরামত করা হয়। দীর্ঘদিন পর্যন্ত প্রতিষ্ঠানটি মেরামত না করায় বর্তমানে জরাজীর্ণ অবস্থায়, পুরাতন হয়ে যাওয়ায় প্রতে ̈ক শ্রেণিকক্ষে বৃষ্টির পানি পড়ে। শিক্ষার্থীদের ক্লাস নিতে শিক্ষকদের কষ্ট হয়। সরকারি ভাবে কলেজটি পাকা ভবন নির্মান করে শিক্ষার্থীদের উপযোগী পরিবেশ গড়ে তোলা হলে শিক্ষার্থীদের লেখা পড়ার প্রতি মনোযোগী পরিবেশ গড়ে তোলা সম্ভব।
এবিষয়ে ঐ এলাকার আমির হামজা, নজরুল মেম্বর, ইসাহাক মিয়া, রা৩⁄৪াক মিয়া এরা জানান, ২০০০ সনে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে মোঃ নান্না মিয়ার নেত..র্.ত্বে কলেজটি সুন্দরভাবে পরিচালনা হয়। সরকারি ভাবে কলেজটিতে অনুদান পেলে কলেজটির জীবন আবার ফিরে পেতে পারে।
গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, বিষয়টি আপনার মাধ ̈মে শুনেছি ঘটনা ̄’ল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়া প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগ...
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা–ভাঙ্গা...
বগুড়া প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খা...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষে পিস্তল হাতে ভ...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে প্রথমবারের মতো চালু হলো &ld...

মন্তব্য (০)