• সমগ্র বাংলা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় যুবদলের কোরআন খতম ও দোয়া মাহফিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি :  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র আশু রোগ মুক্তি কামনায় বগুড়ায় জেলা যুবদলের উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দদের অংশগ্রহণে এই আয়োজন হয়।
জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারন সম্পাদক আবু হাসানের সার্বিক ব্যবস্থাপনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোশারফ হোসেন, কেন্দ্রীয় নির্বাহী

কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা ও জয়নুল আবেদীন চান, জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবি সালামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দরা বলেন, বগুড়ার পুত্রবধূ বেগম খালেদা জিয়া শুধু সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী নয় তিনি জনগণের নেত্রী। জেল, জুলুম, অন্যায়, অবিচার সবকিছু মাথা পেতে নিলেও কখনো অন্যায়ের কাছে আপোষ করেননি। এজন্য তিনি সারাদেশে একমাত্র আপোষহীন নেত্রী হিসেবে সকলের কাছে স্বীকৃত। তার গুরুতর অসুস্থতায় সারাদেশের কোটি জনতা আজ তার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছেন। বগুড়াতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর পাশাপাশি দল-মত নির্বিশেষে সাধারণ জনগণ তার সুস্থতার জন্য ফরিয়াদ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আতাউর রহমান শম্ভু, সহ সভাপতি ফেরদৌস আজম সুমন, তাজমিলুর রহমান বিচিত্র, সবুজ দেওয়ান, সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত সোহাগ, ইমরান হোসেন, রাশেদ, বাবুল, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ সুজন, দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারন সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি,  সিনিয়র সহ সভাপতি তারিক মজিদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, সদর উপজেলা যুবদলের আহবায়ক শ্রী অতুল চন্দ্র, যুগ্ম আহবায়ক তৌহিদুর রহমান তৌহিদ, শাহজাহানপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিল্লুর, সোনাতলা উপজেলা যুবদলের আহ্বায়ক হান্নানসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। দোয়া ও কোরআন খতম শেষে জেলা যুবদলের পক্ষ থেকে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

আয়োজন প্রসঙ্গে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও আবু হাসান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন এক বট বৃক্ষ যার ছায়াতেই আশ্রয় খুঁজে পেয়েছে সারা বাংলাদেশের কোটি জনতা। সারাদেশের মানুষের পাশাপাশি তার প্রতি এই বগুড়ার মানুষের আবেগ ও ভালোবাসা কিছুটা বেশি। তার অসুস্থতায় নেতৃবৃন্দরা অত্যন্ত উদ্বিগ্ন এবং ব্যথিত অবস্থায় রয়েছে।

তারা ধারাবাহিকভাবে বিভিন্ন স্থানে প্রিয় নেত্রীর সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল পরিচালনা করে যাচ্ছেন। এছাড়াও বুধবার বগুড়া শহর, সদর এবং গাবতলীতে তিনটি মাদ্রাসায় বেগম খালেদা জিয়ার সুস্থতার লক্ষ্যে ছাগল প্রদানেরও উদ্যোগ নেয়া হয়েছে। তারা দল-মত নির্বিশেষে এই দেশের একজন অদ্বিতীয় অভিভাবক বেগম খালেদা জিয়ার সার্বিক সুস্থতার লক্ষ্যে সকলের নিকট দোয়া কামনা করেন।

মন্তব্য (০)





image

খালেদা জিয়ার সুস্থতায় কোটি জনতা দোয়া করছেন: বাদশা

বগুড়া প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগ...

image

শিবচরে এক্সপ্রেসওয়েতে বাস–ট্রাক সংঘর্ষে নিহত ৩ আহত ১৫

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা–ভাঙ্গা...

image

গলাচিপায় নান্না মিয়ার স্বপ্ন পূরণ হবে কি? পানপট্টি কলেজ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :  পটুয়াখা...

image

পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষে পিস্তল হাতে ভাইরাল তুষার গ্...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষে পিস্তল হাতে ভ...

image

রাণীনগরে চালু হলো স্কুল মিল্ক ফিডিং

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে প্রথমবারের মতো চালু হলো &ld...

  • company_logo