ছবিঃ সিএনআই
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই এবং স্কুল ফিডিং কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নসহ সার্বিক শিক্ষা উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা উন্নয়নের অগ্রযাত্রায় শিক্ষকরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনসহ শিক্ষা কার্যক্রমে আপনাদের নিষ্ঠা ও পেশাদারিত্ব অত্যন্ত জরুরি। জেলা ও উপজেলা প্রশাসন সবসময় শিক্ষার মানোন্নয়নে আপনাদের পাশে থাকবে।
তিনি আরও বলেন, স্কুল ফিডিং কার্যক্রম শুধুমাত্র খাবার দেওয়ার বিষয় নয়। এটি শিশুদের উপস্থিতি বৃদ্ধি, পুষ্টি নিশ্চিত ও শেখার আগ্রহ বাড়ানোর একটি কার্যকর মাধ্যম। তাই যথাসময়ে মানসম্মত খাদ্য নিশ্চিত করতে সরবরাহকারী প্রতিষ্ঠানকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
ময়মনসিংহ জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, শিশুদের মেধা বিকাশে নিয়মিত মূল্যায়ন, স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। ঈশ্বরগঞ্জের শিক্ষার মান উন্নয়নে জেলা পর্যায়ের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। শিক্ষার মানোন্নয়নে সকল শিক্ষকগণকে মনোযোগ মিশ্রিত পরিশ্রম করতে হবে। বার্ষিক মূল্যায়ন পরিক্ষা নির্ধারিত সময়ে যথাযতভাবে সম্পন্ন করতে প্রধান শিক্ষকদের প্রতি নির্দেশনা প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনি, শিশু খাদ্য সরবরাহকারী প্রতিনিধি আবু রায়হান সহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
সভায় সরবরাহকারী প্রতিনিধিদের সময়মতো এবং মান বজায় রেখে শিশুদের খাদ্য বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সর্বাত্নক সহযোগিতা করার জন্য প্রধান শিক্ষকদের আহবান জানান ইউএনও।##
দিনাজপুর প্রতিনিধি : সারাদেশে বন্ধ ৬টি চিনিকল চালুর দাবিতে আ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কাভার্ড ভ্যা...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
নিউজ ডেস্কঃ আজ থেকে শুরু হচ্ছে কক্সবাজার থেকে সেন্টমার্...

মন্তব্য (০)