ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট কাঁচাবাজারে মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।(১ ডিসেম্বর) সোমবার সকাল ১২টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাজারের বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ১৩ জন দোকানিকে মোট ৫৯,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বাজারে কয়েকটি অনিয়ম ধরা পড়ে— দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, বাজারের রাস্তা দখল করে মালামাল রাখা, বাজার শৃঙ্খলা ব্যাহত ও ভোক্তা অধিকার ক্ষুণ্ন করা।
এ বিষয়ে ইউএনও খন্দকার মাহমুদুল হাসান বলেন, “মূল্য তালিকা প্রদর্শন করা বাধ্যতামূলক। বাজারের চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনা করার সুযোগ নেই। নিয়ম ভঙ্গ করলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসী ও ক্রেতারা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে জানান, নিয়মিত নজরদারি না থাকলে বাজারে বিশৃঙ্খলা তৈরি হয় এবং অতিরিক্ত দামের কারণে সাধারণ ক্রেতারা ভোগান্তিতে পড়েন।
উপজেলা প্রশাসন জানায়, দ্রব্যমূল্যের স্থিতিশীলতা ও বাজার শৃঙ্খলা বজায় রাখতে কেরানীহাটসহ সাতকানিয়ার অন্যান্য বাজারেও এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
নিউজ ডেস্কঃ আজ থেকে শুরু হচ্ছে কক্সবাজার থেকে সেন্টমার্...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বিএনপি-জামায়াত সংঘর্ষের সম...
ফরিদপুর প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মা...
পবিপ্রবি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন ও তিনবার...

মন্তব্য (০)