• আন্তর্জাতিক

‎দ্বিরাষ্ট্র সমাধানই ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসনের একমাত্র পথ: পোপ লিও

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: দ্বিরাষ্ট্র সমাধানই ইসরাইল ও ফিলিস্তিনের দীর্ঘদিনের সংঘাত নিরসনের একমাত্র পথ বলে মন্তব্য করেছেন খ্রিস্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় নেতা পোপ চতুর্দশ লিও। পোপ হিসেবে নিজের প্রথম বিদেশ সফরকালে রোববার (৩০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।  খবর আল জাজিরার।

‎প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মে মাসে পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর ক্যাথলিক চার্চের প্রধান নির্বাচিত হন পোপ লিও। এরপর এটাই তার প্রথম বিদেশ সফর। গত বৃহস্পতিবার সফর শুরু করেন তিনি। সফরকালে গত তিন দিন তুরস্কে কাটান তিনি।

‎এরপর রোববার বিকেলে লেবাননে পৌঁছান। ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরাইলের অব্যাহত হামলার মধ্যে তার এই সফরকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

‎তুরস্ক থেকে লেবানন যাওয়ার পথে বিমানের মধ্যে এক সংবাদ সম্মেলনে কথা বলেন পোপ। ফিলিস্তিন ইস্যুতে ভ্যাটিকানের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ইসরাইলি ও ফিলিস্তিনি জনগণের মধ্যে কয়েক দশক ধরে চলমান সংঘাতের একমাত্র সমাধান হলো একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা।

‎তিনি বলেন, ‘আমরা সবাই জানি, এই মুহূর্তে ইসরাইল সেই সমাধান মেনে নিচ্ছে না। কিন্তু আমরা এটাকেই একমাত্র সমাধান হিসেবে দেখছি।’

‎তিনি আরও বলেন, ‘আমরা ইসরাইলেরও বন্ধু এবং দুই পক্ষের মাঝে মধ্যস্থতার ভূমিকা রাখতে চাই, যাতে সবার জন্য ন্যায়সংগত সমাধানের দিকে এগোনো যায়।’

‎ইসরাইলের বেশিরভাগ রাজনৈতিক নেতাই বিশেষ করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার তীব্র বিরোধিতা করছেন।

‎সংবাদ সম্মেলনে পোপ জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে ইসরাইল-ফিলিস্তিন ও ইউক্রেন-রাশিয়া সংঘাত নিয়ে কথা বলেছেন তিনি। উভয় যুদ্ধের অবসানে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন।

‎তুরস্ক সফরকালে পোপ লিও সতর্ক করে বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে অস্বাভাবিকভাবে বাড়তে থাকা রক্তক্ষয়ী সংঘাত মানবজাতির ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলছে। ধর্মের নামে এসব সহিংসতার নিন্দা জানান তিনি।

‎ধর্মীয় সহাবস্থানের উদাহরণ হিসেবে তুরস্কের প্রশংসা করে পোপ বলেন, ‘ভিন্ন ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। বিশ্বের সর্বত্রই আমরা এ ধরনের উদাহরণ দেখতে চাই।’

মন্তব্য (০)





image

ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্কঃ শীতকালীন ঝোড়ো আবহাওয়া কবলে যুক্তরাষ্ট্রের ...

image

‎ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’র তাণ্ডবে শ্রীলংকায় মৃতের সংখ্যা ২০০ ছ...

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ&rs...

image

বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন ...

নিউজ ডেস্ক : পূর্বাচলের নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে প্লট নেও...

image

গাজায় ইসরাইলের ‘নির্যাতন-নিপীড়নে’ জাতিসংঘের উদ্বেগ

নিউজ ডেস্ক : জাতিসংঘের নির্যাতন-নিপীড়নবিরোধী কমিটি সম্প্রতি ইসরাইল, আলবে...

image

‎গাজায় থেমে নেই ইসরায়েলি হামলা, নিহত ৭০ হাজার ছাড়াল

নিউজ ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যেও ইসর...

  • company_logo