ছবিঃ সিএনআই
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণীসম্পদে হবে উন্নতি” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা এবার তেমন জমেনি। সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও আয়োজনে নাস্তার জন্য বিভিন্ন ওষুধ কোম্পানির সহযোগিতা নেওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় অংশগ্রহণকারীরা। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে হাসপাতাল চত্বরে মেলার উদ্বোধন করা হয়।
দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলায় আগের বছরের তুলনায় জমজমাট পরিবেশ অনুপস্থিত। বিগত বছরগুলোতে যেখানে মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় থাকতো, এবার সেখানে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের অলস বসে থাকতে দেখা গেছে।
উপজেলা প্রাণীসম্পদ দপ্তর সূত্র জানায়, এবছর মেলা আয়োজনের জন্য ২ লাখ ৪৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয় এবং ৩২টি স্টল নির্মাণ করা হয়। তবে এর মধ্যে ৪-৫টি স্টল সম্পূর্ণ খালি ছিল। অনেক স্টলে আবার মাত্র নামেমাত্র পশুপাখি রাখা হলেও খামারির উপস্থিতি ছিল না।
স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও অংশগ্রহণকারীদের নাস্তার জন্য বিভিন্ন ওষুধ কোম্পানির কাছ থেকে সহযোগিতা নিয়েছেন প্রাণীসম্পদ কর্মকর্তা। এছাড়া আরও অভিযোগ রয়েছে। অফিস সময় ফেলে তিনি ২ থেকে ৪ হাজার টাকার বিনিময়ে ব্যক্তিগতভাবে চিকিৎসাসেবা দিয়ে থাকেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা জানান, উনারা আমাদের কোম্পানির ওষুধ লেখেন, তাই সহযোগিতা করেছি। তবে সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও আমাদের কাছ থেকে সহযোগিতা নেওয়া ঠিক হয়নি।
মগটুলা ইউনিয়নের নাউড়ী গ্রামের হাঁস খামারি আলাল উদ্দিন বলেন, গত ৩-৪ বছর ধরে মেলায় অংশ নিয়ে আসছি। কিন্তু এবছর মেলা আগের মতো জমেনি। প্রাকৃতিক দুর্যোগের কারণে খামারিরা লোকসানে আছে, তাই অংশগ্রহণও কম।
টাইগার মুরগির খামারি শাহাত হোসেন সিফাত বলেন, তিন বছর ধরে অংশ নিচ্ছি। এবছর মেলা হয়েছে ঠিকই, কিন্তু আগের বছরের তুলনায় উত্তেজনা-উদ্দীপনা অনেক কম।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম বলেন, আমাদের পক্ষ থেকে আয়োজনে কোনো ত্রুটি ছিল না। শীতকালীন সময় হওয়ায় উপস্থিতি কিছুটা কম ছিল। ওষুধ কোম্পানির কাছ থেকে টাকা বা নাস্তার সহযোগিতা নেওয়া বিষয়ে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। কোনো কোম্পানি থেকে একটি টাকাও নেওয়া হয়নি।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ট...
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ-২...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহের...
বেনাপোল প্রতিনিধি: শার্শায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ&nda...
নওগাঁ প্রতিনিধি: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিস...

মন্তব্য (০)