রংপুর ব্যুরোঃ তরুণ প্রজন্মকে ব্যাংকিং সচেতনতা, সঞ্চয় অভ্যাস গঠন এবং দায়িত্বশীল অর্থব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দিতে “তারুণ্য উৎসব"।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জয়িতা ফাউন্ডেশনের সভাকক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্টানে শিক্ষার্থীদের জন্য বিশেষ সেমিনারের আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গৃহীত এ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. ফিরোজ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রংপুর কার্যালয়ের উপ-পরিচালক মো. আলী মাহমুদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের আঞ্চলিক প্রধান অধ্যাপক ড. এম. জে. জাকহাদ বখতিন এবং আইএফআইসি ব্যাংক প্লেক্সের সিনিয়র ম্যানেজার মো. কায়েনুর রহমান।
“তারুণ্য উৎসব ২০২৫”কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরে বক্তারা বলেন,বর্তমানে অর্থনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং নতুন প্রযুক্তি আর্থিক খাতে বড় ধরনের পরিবর্তন এনেছে।এই যুগে তরুণদের শুধু পড়াশোনা নয়,বরং আর্থিক জ্ঞান, সঞ্চয়ের অভ্যাস এবং ডিজিটাল ব্যাংকিং সম্পর্কে দক্ষতা অর্জন করা জরুরি।তারা উল্লেখ করেন, তরুণদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে হলে দায়িত্বশীল অর্থব্যবস্থাপনা,খরচ নিয়ন্ত্রণ,ঝুঁকি বিবেচনা এবং বিনিয়োগ সচেতনতা সম্পর্কে বাস্তব জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, অল্প বয়সেই সঠিকভাবে পরিকল্পিত সঞ্চয় ভবিষ্যৎ জীবনে নিরাপত্তা ও স্থিতিশীলতা তৈরি করে। প্রযুক্তির অগ্রগতির ফলে মোবাইল ব্যাংকিং, অনলাইন পেমেন্ট, ডিজিটাল সেভিংস টুলসসহ বহু সুবিধা এখন তরুণদের হাতের নাগালে। এগুলো সঠিকভাবে ব্যবহার করলে জীবন ও ক্যারিয়ার উভয় ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি অর্জন করা সম্ভব।
সেমিনারে আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার রিয়া ইসলাম উপস্থাপন ও বাস্তবমুখী প্রশিক্ষণ প্রদান করেন। তিনি তরুণদের জন্য ব্যক্তিগত উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, সুসংগঠিত অর্থব্যবস্থাপনা, আর্থিক লক্ষ্য নির্ধারণ, ভুল খরচ কমানো এবং ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। রিয়া ইসলাম বিশেষভাবে তুলে ধরেন“তারুণ্য থেকেই সঠিক অর্থচর্চা শুরু করা গেলে ভবিষ্যতে অর্থনৈতিক চাপ অনেকটাই কমে যায়। আর বর্তমান বাংলাদেশে ডিজিটাল সুবিধা কাজে লাগিয়ে তরুণেরা খুব সহজেই নিজেদের আর্থিক সক্ষমতা বাড়াতে পারে।”
তিনি আরও বলেন, ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে আর্থিক শৃঙ্খলা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। শুধু টাকা উপার্জন নয়, বরং সঠিক বিনিয়োগ, ঝুঁকি বণ্টন, নিয়মিত সঞ্চয় ও আর্থিক পরিকল্পনা একজনকে সফল জীবনযাপনের দিকে এগিয়ে নিয়ে যায়।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ব্যাংকিং ও অর্থব্যবস্থাপনা সম্পর্কে এমন ব্যবহারিক সেমিনার বিশ্ববিদ্যালয় জীবনেই প্রয়োজন। তারা বলেন, পড়াশোনার পাশাপাশি বাস্তব জীবনের অর্থব্যবস্থাপনা শেখা ভবিষ্যৎ ক্যারিয়ারে বড় সহায়ক।
আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সারা দেশে “তারুণ্য উৎসব ২০২৫”-এর আওতায় বিভিন্ন অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তারা তরুণদের সচেতনতা বাড়াতে কাজ করছে।ব্যাংকের কর্মকর্তারা বলেন, “আর্থিক অন্তর্ভুক্তি ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একটি শক্তিশালী ও সচেতন তরুণ প্রজন্ম গঠনই আমাদের লক্ষ্য।”
সেমিনার শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে কৃতজ্ঞতা স্মারক ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল আইএফআইসি ব্যাংকের রংপুর আঞ্চলিক অফিস এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ।
মন্তব্য (০)