• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জের বিতর্কিত পিআইও রেজাউল করিমের বদলি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিতর্কিত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ রেজাউল করিমকে সুনামগঞ্জের ছাতক উপজেলায় বদলি করা হয়েছে। তাঁর স্থলে এখনো স্থায়ীভাবে কাউকে পদায়ন করা না হলেও আপাতত গৌরীপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলাল উদ্দিনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) ঈশ্বরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিদায়ী পিআইও রেজাউল করিম ইতোমধ্যেই ঈশ্বরগঞ্জ থেকে রিলিজ নিয়ে চলে গেছেন। দু-এক দিনের মধ্যেই অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পিআইও আলাল উদ্দিন নতুন দায়িত্বে যোগদান করবেন।

এর আগে গত ২০ নভেম্বর দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের (ত্রাণ প্রশাসন) শাখার উপসচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রেজাউল করিমকে বদলির নির্দেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক কারণে তাঁকে সুনামগঞ্জের ছাতক উপজেলায় বদলি ও পদায়ন করা হয়েছে।

গত ২৮ অক্টোবর ঈশ্বরগঞ্জ উপজেলার ১১ ইউনিয়নের চেয়ারম্যানগণ পিআইও রেজাউল করিমের বিরুদ্ধে উৎকোচ গ্রহণ, ভ্যাট-আয়করের নামে অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ এনে এক সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনের আগে তাঁরা ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৪–২৫ অর্থবছরের টিআর ও কাবিখা-কাবিটা প্রকল্পের প্রতিটি কাজে ভ্যাট, আয়কর ও উৎকোচের নামে প্রায় ২৫ শতাংশ অর্থ আদায় করা হয়েছে। বিল-ভাউচার ও মাস্টাররোল সমন্বয়ের নামেও প্রতিটি প্রকল্প থেকে অতিরিক্ত তিন হাজার টাকা নেওয়া হয়েছে।

বদলি বিষয়ে জানতে চাইলে পিআইও মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমি দীর্ঘদিন ধরে সততার সাথে ঈশ্বরগঞ্জে দায়িত্ব পালন করছি। কিন্তু সাম্প্রতিক সময়ে দাপ্তরিক কার্যক্রমে বিভিন্ন প্রতিবন্ধকতা ও অযাচিত পরিস্থিতির মুখোমুখি হচ্ছি, যা উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বিঘ্নিত করছে। ফলে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। এ কারণেই গত ৬ নভেম্বর আমি কর্তৃপক্ষ বরাবর বদলির আবেদন করি। এর বাইরে অন্য কোনো বিষয় নেই।

মন্তব্য (০)





image

নিখোঁজের তিন দিন পর ফকিরের লাশ উদ্ধার

চট্টগ্রাম  প্রতিনিধি : বাশঁখালীতে  তিন দিন ধরে নিখোঁজ ফকিরের ...

image

ফরিদপুরে কিশোরীকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ: অভিযুক্ত প্রেমিক...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৪) চেতনা...

image

ফরিদপুরে শিশু জায়ান হত্যার আসামীদের গ্রেপ্তারের দাবিতে ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের দুই ঘন্টার মাথায় গাছের স...

image

কালিয়াকৈরে ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমা...

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার কালামপুর আদ...

image

পাবনায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহী অভি...

  • company_logo