• সমগ্র বাংলা

অচেতন অবস্থায় পড়ে ছিলেন তুষার, চোখ দিয়ে ঝরছিলো রক্ত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় তুষার শেখ (৩০) নামের এক যুবকের চোখ সিরিঞ্জের সুজ দিয়ে আঘাত ও মারপিট করে আহত করেছে একদল দুর্বৃত্তরা।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এই ঘটনা। তুষার শেখ দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের আব্দুল লতিফ শেখের ছেলে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেছেন। 

পরিবার ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার নোয়গ্রামের নিজ বাড়ি  থেকে অজ্ঞত দুই ব্যক্তি তাকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। পরবর্তীতে সকাল ১০ টার দিকে একই উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা এলাকায় একটি রাস্তায় পাশে তাকে ফেলে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন অচেতন অবস্থায় তুষারকে পড়ে থাকতে দেখেন। এসময় তুষারের চোখ দিয়ে রক্ত ঝরতে দেখেন তারা। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে  উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন। পরে তাকে ঢাকায় নেয়া হয়েছে।

আহতের স্বজনরা জানান, তুষার তাদের জানিয়েছেন তাকে সিরিঞ্জের সুজ দিয়ে চোখে আঘাত করা হয়েছে। এছাড়া তার শরিরের বিভিন্ন স্থানে মেরে রক্তফোলা জখম করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান তুষার শেখ নামে ওই যুবক চুরি ও ডাকারির সাথে জড়িত। তার নামে একাধিক চুরি ও ডাকাতি মামলা রয়েছে। এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা ঘটনোয় পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তারা।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম  বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

ধানের শীষের বিজয় মানেই নারীর ক্ষমতায়নসহ তারেক রহমানের ৩...

বগুড়া প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী ও ...

image

ফরিদপুরের বোয়ালমারীতে সড়কের পাশে অজ্ঞাত যুবকের লাশ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে আনুমানিক ৩৪ বছরের ...

image

বগুড়ায় মাকে না জানিয়েই ভূমিকম্পে নিহত রাফিউলের দাফন সম্পন্ন

বগুড়া প্রতিনিধি: ঢাকায় শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পে নিহত বগুড়া...

image

ময়মনসিংহে মহানগর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে ...

image

বগুড়ায় তারেক রহমানের পক্ষে যুবদলের গণসংযোগ, পথসভা ও লিফলে...

বগুড়া প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ...

  • company_logo