ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে আজমতপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনের সদস্য ড. মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, “শিক্ষা মানোন্নয়ন শুধু প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে না, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীর সমন্বিত প্রচেষ্টাই পারে ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করতে।”
সভাপতির দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের সভাপতি মো. কফিল উদ্দিন খান। তিনি শিক্ষার গুণগত উন্নয়নে প্রতিষ্ঠানের অগ্রযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আজমতপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. ইমামউদ্দিন খান, বাংলাদেশ কমার্স ব্যাংক লি. ঢাকা উত্তরা শাখার ব্যবস্থাপক খান মোহাম্মদ জাহাঙ্গীর বাবুল, মধুমতি ব্যাংক পিএলসি গুলশান শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার মো. আমানউল্লাহ খান।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শিক্ষাবিষয়ক মনোভাব, সময় ব্যবস্থাপনা ও নৈতিক উন্নয়নে অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, অভিভাবকদের মতবিনিময় এবং শিক্ষার মানোন্নয়নে সার্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে দিনব্যাপী এ আয়োজনে প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত।
বগুড়া প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়া-৬ সদর আসনে বাংলা...
বেনাপোল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামন...
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
মাদারীপুর প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ৩১ ...

মন্তব্য (০)