• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলতার দ্বারপ্রান্তে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শেষের পথে এসে পেয়েছে চমকপ্রদ সাফল্য। টিকাদান কার্যক্রমের অগ্রগতি ও সার্বিক বাস্তবায়ন পর্যালোচনা করতে দ্বিতীয়বারের মতো উপজেলা সমন্বয় ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বাস্তবায়ন অগ্রগতি নিয়ে উপজেলা কো-অর্ডিনেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইন জানান, ১২ অক্টোবর থেকে শুরু হওয়া জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন আগামী ১৩ নভেম্বর শেষ হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ১ লাখ ৭শত ২৮ জন শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে মাঠপর্যায়ে কাজ শুরু করা হয়।

তিনি বলেন, এ পর্যন্ত প্রাতিষ্ঠানিক পর্যায়ে ৬৭ হাজার ৯শত ২৮ জন ও কমিউনিটি পর্যায়ে ২৯ হাজার ৫শত ১৪ জনসহ মোট ৯৭ হাজার ৪শত ৯২ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। ঈশ্বরগঞ্জে জনগণের সচেতনতা ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক পরিশ্রমের কারণেই এই সাফল্য অর্জিত হয়েছে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।

ব্র্যাক স্বাস্থ্যকর্মসূচির এলাকা ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বলেন, জনগণের সহযোগিতা এবং স্থানীয় প্রশাসনের সহায়তা ছাড়া এ ধরনের বৃহৎ কর্মসূচি সফল করা সম্ভব নয়। আমরা মাঠপর্যায়ে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছি।

ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল বলেন, স্বাস্থ্য বিভাগের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন জনস্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি যত বেশি প্রচার হবে, তত বেশি মানুষ উপকৃত হবে। গণমাধ্যমও এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করছে।

তিনি আরো বলেন, এই টিকাদান কর্মসূচি শুধুমাত্র একটি স্বাস্থ্য উদ্যোগ নয়, এটি একটি জন আন্দোলন। যার মাধ্যমে আগামী প্রজন্মকে টাইফয়েডের মতো ভয়াবহ ব্যাধি থেকে রক্ষা করা সম্ভব হবে।

ইপিআই কর্মকর্তা মো. ইলিয়াস বলেন, মাঠপর্যায়ের কর্মীদের নিবেদিত মনোভাব ও নিয়মিত মনিটরিংয়ের কারণে এই কর্মসূচি সুন্দরভাবে এগিয়ে চলছে। শিশুদের টিকাদান নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।

এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক রাশেদ মোশারফ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, ব্র্যাক ও অন্যান্য সহযোগী সংস্থার প্রতিনিধি এবং মাঠপর্যায়ের টিকাদান কর্মীরা।

মন্তব্য (০)





image

নওগাঁ জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্টের পর্দা উঠলো

নওগাঁ প্রতিনিধি: “গৌরবের কোর্টে শত বছর” এই প্রতিপাদ্য বিষয়কে সামন...

image

ঈশ্বরগঞ্জে দুর্নীতিবিরোধী মানববন্ধনে হামলা, আহত এনসিপি নে...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ক...

image

লালমনিরহাটে সুজনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমনিরহাট প্রতিনিধি: সুশাসনের জন্য নাগরিক সুজনের ২৩তম প্রতি...

image

পাবনায় ভ্রাম্যমান আদালতে মাদক সেবীর ১৫ দিনের কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ধানকুনিয়া বাজার এল...

image

জামালপুরে বিএনপি মনোনয়ন প্রত্যাশীর কর্মীর ওপর হামলার প্রত...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে সাবেক যুবদল নেতা ও...

  • company_logo