• সমগ্র বাংলা

লালমনিরহাটে ৭১'র শহীদ শিক্ষাবিদ আবুল কাশেমের শাহাদাত বার্ষিকী পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: দেশের স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে ১৯৭১ সালের ৯ নভেম্বর পাকিস্তানী হানাদার বাহিনী কর্তৃক লালমনিরহাট জেলার বড়বাড়ি ইউনিয়নের আইরখামার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্রাশফায়ারে নির্মমভাবে নিহত হন তৎকালীন শিক্ষাবিদ,পাঙ্গারানী লক্ষ্মী প্রিয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বড়বাড়ি ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট (চেয়ারম্যান)শহীদ আবুল কাশেম।
আজ রবিবার মরহুমের ৫৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা,আলোচনা,শোকরেলি , দোয়া ও পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।
বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের আয়োজনে ও কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে শাহাদাত বার্ষিকীর এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের সুযোগ্য সন্তান জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ স্মরণ সভায় মরহুমের স্মৃতিচারণ করেন,প্রত্যক্ষদর্শী ময়েজ উদ্দিন মুন্সী,বাবু শ্যামেন্দনাথ মিশ্র, জয়নাল আবেদীন,বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান ইয়াসিন আলী।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আমার বাবা পাকহানাদার বাহিনীর গুলিতে নির্মমভাবে নিহত হয়েছেন।আমরা পারিবারিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি ঠিকই।কিন্তু দেশের জন্য তার এই আত্মত্যাগে আমরা গর্বিত।সেদিন শুধু আমার পিতায় নয় আরো ১১৪জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে পাকবাহিনী।
এ সময় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে মরহুমের পারিবারিক স্মৃতিস্তম্ভে লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে পক্ষ হতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
এ স্মরণ সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,স্থানীয় ব্যক্তিবর্গ,রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার লোকজন অংশ নেয়।

মন্তব্য (০)





  • company_logo